October 25, 2024

নাম না করেই  কটাক্ষ করে বলেন, ১৩ বছর পর নন্দীগ্রামকে মনে পড়লো ?

1 min read

নাম না করেই  কটাক্ষ করে বলেন, ১৩ বছর পর নন্দীগ্রামকে মনে পড়লো ?

রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ২০০৭ সালের নন্দীগ্রামের জমি আন্দোলন ছিল মানুষের স্বতঃস্ফুর্ত আন্দোলন। সেখানে শুভেন্দু অধিকারী বারেবারে এসেছে। আজ তিনি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে নন্দীগ্রামে ২০০৭ সালের ১০ নভেম্বরের তৎকালীন বামফ্রন্ট সরকারের নতুন সূর্যোদয়ের ১৩ বছর পূর্তি উপলক্ষ্যে তেখালীর এক জন সভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন আমি নতুন লোক নই। জীবনের ঝুঁকি নিয়ে নন্দীগ্রামে লড়াই করেছি।

আজ বিকালে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নন্দীগ্রামে একই বিষয়ে একটি সভা রয়েছে। তিনি নাম না করেই তাঁর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, ১৩ বছর পর নন্দীগ্রামকে মনে পড়লো। ভোটের পর আসবেনতো। লড়াইয়ের মাঠে দেখা হবে, রাজনৈতিক মঞ্চে আবার দেখা হবে।তিনি বলেন ‘নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনটি ‘শহীদ দিবস’ হিসেবে প্রতিবছর পালন করা হচ্ছে । সকালে তিনি করপল্লীতে শহীদ বেদীতে মাল্যদান করেন। আজকের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী, কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি, পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবি, খেজুরির বিধায়ক রনজিৎ মণ্ডল প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *