October 27, 2024

কৃষাণ বিলের সমর্থনে পথে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সংসদ দেবশ্রী চৌধুরী সহযোগে বিজেপির কর্মকর্তারা

1 min read

কৃষাণ বিলের সমর্থনে পথে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সংসদ দেবশ্রী চৌধুরী সহযোগে বিজেপির কর্মকর্তারা

কৃষাণ বিলের সমর্থনে পথে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সংসদ দেবশ্রী চৌধুরী সহযোগে বিজেপির কর্মকর্তারা।

বুধবার বিকেলে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর থেকে কয়েক হাজার বিজেপি সমর্থক এক সুবিশাল মিছিল শুরু করেন, এই মিছিল শিলিগুড়ি মোর হয়ে রায়গঞ্জ শহরের ওপর দিয়ে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে বিদ্রোহী মোড়ে শেষ হয়। মিছিলে সাধারণ কৃষকদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো।

মিছিল কে ঘিরে শহরে সৃষ্টি হয় যানজট, যা সামলাতে পুলিশের ব্যবস্থা নজরে এসেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন কৃষকদের স্বার্থে একটি কৃষি বিল লোকসভায় পাস হয়। যা রাষ্ট্রপতির অনুমোদনে আইনে রূপান্তরিত হয়েছে।

বিশেষ করে পশ্চিমবঙ্গে কৃষকদের ভুল বুঝিয়ে এই কৃষক সহযোগী বিলের বিরুদ্ধে আন্দোলন তৈরি করা হচ্ছে। নরেন্দ্র মোদির সরকার কৃষকদের স্বার্থে এই বিল তৈরি করেছেন। এই বিলে কৃষকদের বিভিন্ন রকম লাভ হবে বলে দাবী করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পাশাপাশি এই দিনের মিছিলে এবং জমায়াতে সোশ্যাল ডিসটেন্স নিয়ে প্রশ্ন ওঠায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন শুধু বিজেপির জন্যই পুলিশ এই সমস্ত কিছু আইন জারি করছে। টিটাগড়ে বিজেপি কর্মকর্তা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *