October 21, 2024

উত্তর দিনাজপুর জেলার নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ শুরু

1 min read

তপন চক্রবর্তী– আজ
রায়গঞ্জ মহকুমার তিনটি ইসলামপুর মহকুমার
দুটি কেন্দ্রে নির্বাচনে নিযুক্ত কর্মী দের প্রশিক্ষণ দেওয়া
হল। আজ মূলত প্রথম
দ্বিতীয় পোলিং অফিসারদের ট্রেনিং ছিলো আগামী
কাল একই ভেন্যুতে হবে
প্রিসাইডিং অফিসার অন্যান্য পোলিং
অফিসারদের ট্রেনিং

দুদিনে ট্রেনিং
নেওয়া ভোটকর্মীর সংখ্যা 9954জন। আজ মোটামুটি
5700 জন ট্রেনিং নেন। এন আই
সির সহযোগিতায় তৈরি হওয়া এবারের
ভোটের কাজে নিয়োগপত্র গুলোতে
ট্রেনিং কেন্দ্রের ঘরের নম্বর
অন্যান্য তথ্য দেওয়া থাকায়
ভোটকর্মীদের ট্রেনিং খুব সুশৃঙ্খল হয়েছে।
রেজিসেট্রশন সহ অন্যান্য কাজ
নিজ নিজ ঘরেই হয়েছে।
প্রত্যেকের জন্য ছিলো প্যাড
পেনের ব্যবস্থা—-এবারেই প্রথম কাল প্রিসাইডিং
অফিসারের জন্য থাকবে সুদৃশ্য
ফোল্ডার  

সবই মেটেরিয়াল
সেলের সৌজন্যে।প্রতি ঘরে দুজন করে
ট্রেনার ছিলেন। ট্রেনিং হয়েছে অডিও ভিস্যুয়াল মাধ্যমে
আজ যারা ট্রেনিং
অনুপস্থিত ছিলেন সোমবারের মধ্যে তাদের কাছে শোকজ এর
চিঠি পৌছে যাবে।আজ আনুমানিক
দশ শতাংশ অনুপস্থিত ছিলেন।। রায়গঞ্জে ট্রেনিং হয়েছে সারদা বিদ্যামন্দির, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ সুরেন্দ্রনাথ কলেজে
ইসলামপুরে ইসলামপুর বয়েজ গার্লস
কলেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *