October 21, 2024

রায়গঞ্জ আসনে চতুর্মুখী লড়াইয়ে শুরু হয়েছে জোর নির্বাচনী উত্তাপ

1 min read
তপন চকর্বর্তী–উত্তর দিনাজপুর-রায়গঞ্জ তুমি কার? হ্যা ঠিক যেন এমন ই প্রশ্ন এখন সবার মুখে মুখে। রায়গঞ্জ লোকসভা এবার কার দখলে?সপ্তদশ লোকসভা নির্বাচন এ দেশে আরো একবার নরেন্দ্র মোদীর নেতৃত্ত্বে বিজেপি সরকার ফেরে নাকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বে দেশের আঞ্চলিক দলগুলির জোট সরকার ক্ষমতায় আসে, নাকি ৫ বছর বাদে আবারো কংগ্রেসি সরকার – সকলের নজর এখন সেদিকেই। অন্যদিকে এই ভোটের ময়দানে বাংলার রাজনীতিও জমজমাট – রায়গঞ্জ লোকসভায় এবারে র চতুর্মুখী লড়াই এ মাঠে নেমে পড়েছেন চার দল এর চার পর্থিরা। 


 এবারে ভিন্ন ভিন্ন ইস্যু কে সামনে রেখে ভোট প্রচারে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা।  এবারে  একদিকে যেমন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ইসলামপুর এরদাড়িভিট ইস্যুকে সামনে রেখে রায়গঞ্জ লোকসভা আসনে নির্বাচনী প্রচার চালাবে । ঠিক অপরদিকে  এমসের ধাঁচের হাসপাতাল তৈরির স্বপ্ন দেখেছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। সেই স্বপ্ন এ বারেও নির্বাচনী প্রচারে ফেরি করবেন প্রিয়জায়া তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দীপা দাশমুন্সি। অন্য দিকে ভূমিপুত্র কানাইলাল আগারওয়ালা দিদির ঝুলিতে নতুন আসন এনে দেওয়ার সংক্লপ । ও এছাড়া বহিরাগত মহম্মদ সেলিম পাঁচ বছরে রায়গঞ্জ কে ঘর বাড়ি বানিয়ে ফেলে আসন ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েছেন। তবে এবারে দেখার পালা অবশেষে কার ডাকে সাড়া দেয় সাধারন মানুষ।বিজেপি পার্থী দেবশ্রী চৌধুরী পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা ।দেবশ্রী চৌধুরীর পড়াশুনা বালুরঘাট কলেজে। পরবর্তীতে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ করেন। প্রার্থী দেবশ্রী চৌধুরী বলেন, দল আমাকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে। দাড়িভিটে গুলিতে দু’জন ছাত্রের মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই। এই ইস্যুকে সামনে রেখেই প্রচার চালাব। উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি। কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার হবে। তাই সর্বোচ্চ উন্নয়নের স্বার্থে আমাদের সঙ্গে ভোটারদের থাকার কথা বলব। বিজেপি পার্থী র দাবি রায়গঞ্জ কেন্দ্র আগের চেয়ে অনেক অংশে মজবুত। তাই এবারে বহু ভোট পেয়ে তিনি জিতবেন এমনই দাবি রায়গঞ্জ পার্থী দেবশ্রী চৌধুরী। অবশ্য তৃণমূলের কানাইলাল আগারওয়ালা বলেন দেবশ্রী দাঁড়িয়ে সুবিধা না অসুবিধা হবে তা সময় বলবে তবে বিজেপি প্রার্থী বাছা ভালো হয়নি এমনি জানিয়েছেন তৃণমূলের রায়গঞ্জ লোকসভা প্রার্থী কানাইলাল আগারওয়ালা।অপর দিকে  গত বারে রায়গঞ্জ লোকসভা আসনে চতুর্মুখী লড়াই এ বাম প্রার্থী মহম্মদ সেলিমের ঝুলিতে গিয়েছিল প্রায় ৩১৭৫১৫টি ভোট। দ্বিতীয় স্থানে থাকা প্রিয় জায়া দীপা দাসমুন্সী পেয়েছিলেন ৩১৫৮৮১টি ভোট। ফলে মাত্র ১৬৩৪ ভোটে কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সীকে হারিয়ে সাংসদ হয়েছিলেন মহম্মদ সেলিম। এদিকে ২০৩১৩১টি ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন বিজেপির তারকা প্রার্থী নিমু ভৌমিক। ১৯২৬৩৪টি ভোট পেয়ে চতুর্থ স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রিয়রঞ্জন দাসমুন্সির ভাই । তবে এবারে কার পাল্লাV ভারী কারা এবারে  দখলে আনবে রায়গঞ্জ লোকসভা তা এবারে দেখার পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *