December 4, 2024

ইডেনে আজ নাইট বনাম নাইট লড়াইয়ে হাজির থাকবেন শাহরুখ

1 min read
ইডেনে প্রথম ম্যাচ বলে কি টেনশনটা একটু বেশি?  আলাদা কিছু ভাবার দরকার নেই। কেকেআর টিম ম্যানেজমেন্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, রবিবার ম্যাচ দেখতে আসছেন শাহরুখ খান।

যার অর্থ রবিবাসরীয় ইডেনে বলিউড বাদশার সামনে শুধু কেকেআর বনাম সানরাইজার্স হচ্ছে না, একইসঙ্গে আরও একটা ম্যাচও চলবে। নাইট বনাম নাইট! তবে স্বস্তি একটাই। হাওয়া অফিসের তরফে এদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *