October 21, 2024

অস্তিত্ব সংকটে থাকলেও মনরঞ্জনের জন্য আবারও হাজির এম্পায়ার সার্কাস।

1 min read

পিয়া গুপ্তা বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগতে থাকলেও মানুষের মনরঞ্জনের জন্য এই সার্কাস শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়াস নিয়ে  উত্তর দিনাজপুর জেলার মানুষের কাছে হাজির    এম্পায়ার সার্কাস।
  কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল  মাঠে রবিবার সন্ধ্যায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হল একমাস ব্যাপী এই সার্কাস খেলা।প্রতিদিন তিনটি করে শো হবে। দুপুর একটা, বিকাল চারটা এবং সন্ধ্যা সাতটায়।  কুকুর , টিয়া, কাকাতুয়া সহ নানান পশু পাখির খেলা র সাথে সাথে থাকছে আফ্রিকান পুরুষদের ও রোমান মহিলা দের নানান নৃত্য ও খেলা । 
সাথে থাকছে আড়াই ঘণ্টা ধরে বিভিন্ন খেলা ও জোকারদের হাস্যরস, যার মাধ্যমে মনোরঞ্জন করা হবে বলে জানান ইম্পেয়ার সার্কাসের কর্মিরা। সার্কাসের ম্যানেজার বলেন বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করে  আমরা সার্কাস শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 সেইসাথে সার্কাসের কর্মিদের রোজ খাওয়ার যোগান করে দিতে পারছি। জানি না কতোদিন এইভাবে চলবে। তবে  সমস্ত দুঃখ কষ্ট লুকিয়ে মানুষের মনোরঞ্জন করার চেষ্টা চলিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *