December 5, 2024

দিল্লী কলকাতার পরিজায়ি প্রাথীদের নয় ভূমিপুত্র কানাইয়ালালকে ভোট দিয়ে দিদির হাতে ভারতের নিয়ন্ত্রকের ক্ষমতা তুলে দিন —শুভেন্দু,

1 min read
তপন চক্রবর্তী-ও পিয়া গুপ্তা  উত্তর দিনাজপুর– দিল্লি কলকাতা পরিযায়ী প্রার্থীদের ভোট দেবেন না।রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র তৃণমূলের প্রার্থী কানাইয়া লাল আগারওয়াল কে ভোট দিয়ে দিদির হাত শক্ত করুন কারণ আমরা চাই এবার ৪২ টি আসন ই দিদির হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে হবে।রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের মাঠে বুথ ভিত্তিক তৃণমূলের কর্মী সভায় রাজ্যের পরিবহন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত অবসার্ভর শুভেন্দু অধিকারী এই কথা বলেন।
শুভেন্দু বাবু বলেন সাড়ে সাত বছরের মমতা বন্দোপাধ্যাযের উন্নয়ন এবং কেন্দ্রের মোদি সরকারের পাঁচ বছরের কাজের পর্যালোচনা করে ভোট দেবেন।আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের পূর্বে এই রাজ্যের মানুষদের যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার চাইতেও অনেক বেশি কাজ করে দেখিয়ে দিয়েছেন যদি সত্যি সত্যি কাজ করার ইচ্ছা থাকে তাহলে কোন বাধা ই বাধা হয়না।
আর সেই কারণেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের যা যা প্রয়োজন দিদি তার সব ব্যবস্থা জরে দিয়েছেন।পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন মোদি সরকার কাজ করেছেন দুই হাজার একহাজার টাকা বাতিল করে সাধারণ মানুষকে দিনের পর দিন ব্যাঙ্কের সামনে দার করিয়ে মানুষের অর্তি অসভ্য আচরণ করেছিলেন।প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকের পাস বই তে ১৫লক্ষ করে টাকা দেবেন।প্রতিশ্রতি দিয়েছিলেন দেশে দুই কোটি বেকারের চাকরি দেবেন।তিনি কোনটি ই দেয়নি আজ পর্যন্ত ।
তাহলে সাম্প্রদায়িক একটি দলকে  কেন  ভারতবর্ষের মতো একটি দেশের  গদিতে  বসিয়ে  দেশকে টুকরো টুকরো করার সুযোগ করে দেবেন? শুভেন্দু বাবু কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক পালের ভূয়সী প্রশংসা করে বলেন কার্তিক পাল একজন কাজ পাগল মানুষ সামান্য সময়ের মধ্যে কালিয়াগঞ্জ শহরে যেভাবে ও উন্নয়নের গতিকে নিয়ে যাচ্ছে প্রায় এক কথায় আমাদের কাছে অত্যন্ত গর্বের আমরা চাই কালিয়াগঞ্জ শহরের আরো যে সমস্ত কাজ বাকি আছে সবকিছুই করা সম্ভব হবে আপনারা যদি আমাদের প্রার্থী কানাইয়া লাল আগারওয়াল কে আশীর্বাদ প্রদান করেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি সমস্ত কাজ দিদির কাছ থেকে সমস্ত কাজের জন্য অর্থ আপনাদের শহরের  নিয়ে আসবো প্রতিশ্রুতি দিচ্ছি।জনসভায় বক্তব্য রাখেন মন্ত্রী গোলাম রব্বানী, জেলা পরিষধের সভাধিপতি কবিতা বর্মন,তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, তৃণমূলের ব্লক সভাপতি দধি মোহন দেবশর্মা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য ও মোশারফ হোসেন।বুথ ভিত্তিক কর্মী সভা জনসভার চেহারায় পরিণত হয়েছিল বলে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *