407 গাড়ি ও সাইকেলের ধাক্কা আহত সাইকেল চালক
1 min read
মামুন সরকার উত্তর দিনাজপুর :- আজ বেলা একটা নাগাদ এই ঘটনাটি ঘটে ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েতের বাঙ্গার দীঘি তাফলিংক মোড়ে রায়গঞ্জ গামী একটি 407 গাড়ির পিছন থেকে এসে একটি সাইকেলের ধাক্কা মারে সাইকেটি গাড়ির সামনে চাকায় পরে যায় ।
ইস্থানীও সূত্রে জানা যায় যে চেকপোস্ট হাট থেকে দোকানের মাল কিনে বাড়ি ফিরছিলেন নিজের সাইড ছেড়ে বিপরিদ সাইড যাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায় । আহত ব্যক্তিকে স্থানীয়রা ইটাহার হাসপাতালে ভর্তি করে ।