কালিয়াগঞ্জে অনন্য থিয়েটারের পরিচালনায় ছয়দিন ব্যাপী নাট্য উৎসব
1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ – নাটকের শহর বলে পরিচিত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতন মঞ্চে গত ২৩শে মার্চ অনন্য থিয়েটারের পরিচালনায় ৬ দিনের অনন্য নাট্য মেলার উদ্বোধন করলেন জলাইগুড়ির বিশিষ্ট নাট্যব্যতিত্ব তীর্থ্যাংকর রায়। নাট্য উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় অনন্য নাট্য উৎসবের পক্ষ থেকে কালিয়াগঞ্জের আর্থিক দিক দিয়ে দুর্বল দুই কৃতি ছাত্র কুনাল সরকার ও ছাত্রী কল্যাণী বর্মনকে সম্বর্ধনা দেবার সাথে সাথে আর্থিক সাহায্যও করা হয়।নাট্য উৎসবের প্রথম দিন ২৩শে মার্চ কলকাতার বৃত্তান্তের প্রযোজনায় ও প্রতাপ বন্দোপাধ্যায়ের নির্দেশনায় মঞ্চস্থ হয় “সেকেন্ড অপিনিয়ন”.যা উপস্থিত দর্শকদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়।
২৪শে মার্চ আখরা ঘর ,ডিব্রুগর,অসমের প্রযোজনায় এবং অসীম কুমার শর্মার নাটক ও নির্দেশনায় “চুপ ,,,, এক প্রহসন”নাটকটি অসমীয়া ভাষায় এক অসাধারন প্রযোজনা।কালিয়াগঞ্জের মানুষ দীর্ঘ দিন নাটকটি মনে রাখবে।২৫শে মার্চ দুটি নাটক মঞ্চস্থ হয়।প্রথম নাটকটি মঞ্চস্থ করে দক্ষিণ দিনাজপুর জেলার দিনাজপুর কৃষ্টির প্রযোজনায় ও সুরজিৎ ঘোষের নির্দেশনায় “হিপোলিটাস”নাটকটি এক অনন্য প্রযোজনা নিঃসন্দেহে বলা যায়।
নাটকটির টিম ওয়ার্ক ছিল যথার্থ।একই দিনে দ্বিতীয় পর্বে উত্তর২৪পরগনার জাগৃতি আতপুরের প্রযোজনায় ও মানিক রায় চৌধরীর কাহিনী অবলম্বনে নাটক “ছায়া” সামাজিক নাটকটি প্রতিটি দর্শকদের হৃদয়ে দাগ কাটতে সক্ষম হয়েছে ।২৬শে মার্চ শান্তিপূর্ণ নদীয়ার রঙ্গপীঠের প্রযোজনায়, নাটক ও নির্দেশনায়” গায়ের পাচালী”মঞ্চস্থ হবে।
২৭শে মার্চ বিহারের জনদৃষ্টি পাটনার প্রযোজনায় ও রাজেশ কুমারের নির্দেশনায় হিন্দি নাটক” বরা নাটকীয়া কৌন ” ভোজপুরী নাটকটি একটি নুতন স্বাদের নাটক দর্শকদের উপহার দিতে চলেছে বলে জানা যায়।।একই দিনের দ্বিতীয় পর্বে কলকাতার নক্ষত্রের প্রযোজনায় শুভাশিস গঙ্গোপাধ্যাযের নাটক ও নির্দেশনায় ” দেয়াল বাবু,জানলা বাবু মঞ্চস্থ হবে বলে জানা যায়।
২৮শে মার্চ বৃহস্পতিবার বেলা ৫-৩০শে নজমু নাট্য নিকেতন মঞ্চে নাটকের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে।সেমিনারের আলোচ্য বিষয় “ভাত কাপড়ের ভাবনা ও আমাদের থিয়েটার”।: আলোচনায় অংশগ্রহণ করবেন দুই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব যথাক্রমে শুভাশিস গঙ্গোপাধ্যায় ও সব্যসাচী দাশগুপ্ত। দুজনের আলোচনায় সেমিনারটি সমৃদ্ধ হয়ে উঠবে আশা করা হচ্ছে।দ্বিতীয় পর্বে অনন্য থিয়েটারের পরিচালনায় অনন্য নাট্য উৎসবের শেষ নাটক: কলকাতার রঙ্গরূপের প্রযোজনায় সীমা মুখোপাধ্যায়ের সম্পাদনা ও নির্দেশনায় “তখন বিকেল”নাটকটি মঞ্চস্থ হবে।কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারে র কর্নধার বিভু ভূষণ সাহা এক সাক্ষাৎকারে বলেন নাট্য মেলার করার উদ্দেশ্য দেশের অন্যন্য নাট্য দল গুলির নাটক দেখে আমরা নাটক সম্পর্কে আরো জানতে চাই,
শিখতে চাই।এর ফলে অন্যের ভালো কিছু নেবার থাকলে আমরা তা দেখে অনেক কিছু শিখতে পারি।ছয়দিনের অনন্য নাট্য মেলায় গত ২৫শে মার্চ পর্যন্ত দর্শক আসন ছিল প্রতিদিন পরিপূর্ণ।আগামী কয়েকদিন ও নাট্য প্রেমী মানুষদের ভীড় হবে তা বলার অপেক্ষা রাখেনা।