জয় সম্পর্ক নিশ্চিত, আমার প্রথম কাজ হবে সুপার স্পেশালিটি হাসপাতাল ও অর্ধ সমাপ্ত রেলের কাজ শুরু,বললেন বিজেপি প্রার্থী দেবশ্রী
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর – জয় আমার নিশ্চিত, সাংসদ হয়েই আমার প্রথম কাজ হবে এমসের পরিবর্তে রায়গঞ্জে সুপার স্পেশালিটি হাসপাতাল ও কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর অর্ধ সমাপ্ত রেলের কাজ দ্রুত সম্পন্ন করা।বুধবার সকালে কালিয়াগঞ্জ শহরের মাবয়রা কালি মন্দিরে পূজা দেবার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধরী এই কথাগুলি বললেন।
দেবশ্রী দেবী বলেন আমি সাবেক পশ্চিম দিনাজপুর জেলার বালুরঘাটের ভূমি কন্যা।বড় হওয়া ও স্কুল কলেজের পাঠ বালুরঘাট থেকেই করেছি।দেবশ্রী দেবী বলেন বিদায়ী সাংসদ পাঁচ বছর ধরে সকালের জন্য একটি ট্রেন ও কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের জন্য কোন চেষ্টা করেন নি।চেষ্টা করলে সব কিছুই সম্ভব।আমাকে দিল্লীর বিজেপি নেতৃত্ব এমনি এমনি রায়গঞ্জের প্রার্থী করেন নি।কাজ করে দেখাতে পারবো বলেই আমাকে এই আসনে দার করিয়েছে।পিছিয়ে পড়া উত্তর বঙ্গের সার্বিক উন্নয়নই আমার লক্ষ।
এক প্রশ্নের উত্তরে বলেন উত্তর দিনাজপুর জেলার উন্নয়ন করার অনেক সুযোগ আগেকার সাংসদরা পেয়েও তা কাজে লাগাতে পারেনি।যা উত্তর দিনাজপুর জেলার মত পিছিয়ে পড়া জেলার পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক।মানুষ আমার প্রতি ভরসা করেছে।
তাই মানুষকেও আমি আশ্বস্ত করছি আমার প্ৰতি বিশ্বাস রাখুন আপনাদের সমস্যার সমাধান আনার হাতেই হবে।মা বয়রা মন্দিরে পূজা দিয়ে দেবশ্রী দেবী হুড খোলা গাড়ি নিয়ে প্রচুর সমর্থকদের সাথে নিয়ে বালাস ও অনন্তপুর অঞ্চলের দিকে রওনা হয়ে যান।বেলা দুটোই ফিরে এসে শহরের মহেন্দ্রগঞ্জ বাজারে সবার সাথে পরিচয় করতে আসবেন বলে জানান।সকালে মা বয়রা কালি মন্দিরে দেবশ্রী চৌধরীকে চোখে দেখবার জন্য প্রচুর মানুষের ভীড় হয়।