December 5, 2024

ব্যাঙ্কের ম্যানেজারের ঘরে গিয়ে শিক্ষকের অশালীন আচরণ ও হুমকির প্রতিবাদে শিক্ষকের বিরুদ্ধে থানায় ডাইরী

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–ব্যাঙ্ক থেকে সার্ভিস লোন নিয়ে ৫ মাস ধরে কিস্তি না দেওয়ায় ঋণের টাকা পরিশোধের অনুরোধ ম্যানেজার জানালে হাই স্কুলের শিক্ষক ব্যাঙ্কের ম্যানেজারকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে এবং জানায় তার সেভিংস একাউন্ট থেকে কোন ভাবেই টাকা কেটে নিতে পারেনা ব্যাঙ্ক ম্যানেজার।ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জে অবস্থিত রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখায় গত বৃহস্পতিবার।জানা যায় কালিয়াগঞ্জ  সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনির্বান সরকার রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের কালিয়াগঞ্জ শাখা থেকে ২০১৭সালে সার্ভিস লোন হিসাবে সাত লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন।এরপর বিগত ১৫ই মার্চ পর্যন্ত আনুমানিক ৫টি কিস্তির টাকা ৫৭,১৩৬ টাকা শিক্ষক অনির্বান সরকার কিস্তি খেলাপ করেন।ব্যাঙ্ক থেকে অনির্বান সরকারের বিরুদ্ধে একটি সমবায় দপ্তর থেকে একটি কেস হয়ে যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্প্রতি সেই কেসের হেয়ারিং হবার পর স্কুল শিক্ষক অনির্বান সরকার গত ১৫ই মার্চের মধ্যে বকেয়া কিস্তির টাকা পরিশোধ করবার অঙ্গীকার করেন।এর পর বৃহস্পতিবার শিক্ষক অনির্বান সরকার সমবায় ব্যাঙ্কের ম্যানেজার প্রান্তিক ব্যানার্জীর চেম্বারে এসে বলেন তার সেভিংস একাউন্টে জীবন বীমা থেকে ,১৮,৭৫০ টাকা এসেছে যা সে তুলে নিয়ে যাবে।ব্যাঙ্কের ম্যানেজার প্রান্তিক ব্যানার্জী শিক্ষক অনির্বান সরকারকে বলেন তার বিরুদ্ধে যে সমবায় দপ্তর থেকে কেস হয়েছিল সেখানে আপনি জানিয়ে ছিলেন আগামী ১৫ ই মার্চের মধ্যে আপনি টাকা শোধ করবেন।কিন্তু তা করেন নি।সুতরাং আপনার সেভিংস থেকে কোন টাকা তুলতে দিতে পারবো  না। ম্যানেজার প্রান্তিক ব্যানার্জীর কথা শেষ হতে না হতেই ম্যানেজার সম্পর্কে ঐ শিক্ষক অশ্লীল গালিগালাজ শুরু করেও থেমে যায়নি।ম্যানেজার প্রান্তিক ব্যানার্জিকে হুমকি দিয়ে বলেন তাকে তিনি দেখেই ছাড়বেন।তাঁকে তিনি চেনেন না।কতবড় ম্যানেজার তা টের পেয়ে যাবে।এরপর ব্যাঙ্কের কর্মীরা জোর করে তাকে ব্যাঙ্ক থেকে বাইরে নিয়ে যায়।এই ঘটনা ব্যাঙ্ক ম্যানেজার প্রান্তিক ব্যানার্জী ব্যাঙ্কের চেয়ারম্যান এবং নির্বাহী অধিকারিককে জানিয়ে দেন।শুক্রবার প্রান্তিক ব্যানার্জী কালিয়াগঞ্জ থানায় ঐ শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে প্রান্তিক বাবু জানান।তিনি বলেন সে নিরাপত্তার অভাব বোধ করছেন।এই ঘটনার পর কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনির্বান সরকারকে ফোন করলে তাকে পাওয়া যায়।তার কাছে জানতে চাওয়া হয় ঘটনাটি কি ঘটে ছিল?কিন্তূ অনির্বান সরকার প্রথমে বলেন তিনি তার উকিল ছাড়া কোন কথা বলবেন না। যদিও পরে ঘটনা স্বীকার করে বলেন তিনি বর্তমানে খুব আর্থিক সমস্যার মধ্যে চলছেন।টাকা তোলাকে নিয়ে একটা ঘটনা ঘটেছে মাত্র।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *