লোকসভা ভোট আসন্ন ।তৈরি ডিস্ট্রিক্ট মিডিয়া সেল
1 min read
তুহিন শুভ্র মন্ডল ভারতবর্ষের লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে।চতুর্দিকে এখন সাজ সাজ রব।একে বলা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড়ো উৎসব।লোকসভা ভোটকে কেন্দ্র করে তৈরি দক্ষিণ দিনাজপুরও।এর আগেই সর্বদলীয় বৈঠক করেছেন জেলাশাসক।গতকাল এক ঝাঁক মন্ত্রীদের সঙ্গে নিয়ে নমিনেশন দাখিল করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরই মধ্যে ভোট ঘোষনার পরপরই দক্ষিণ দিনাজপুরের মিডিয়া সেলও তৈরি।প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত আগেকার কনফারেন্স রুমই এখন মিডিয়া সেল। ছয়টি টিভিতেগ নিয়মিত খবরে চোখ রাখছে মিডিয়া সেলের কর্মীরা।বারো টি বাংলা ও ইংরেজি দৈনিকে নিয়মিত নজর রাখছেন তারা।প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশিত খবর আলাদা আলাদা করে লিপিবদ্ধ করা হচ্ছে।সাতটি দফায় হওয়া বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট আগামী তেইশে এপ্রিল ।ভোট উপলক্ষ্যে যাবতীয় খবরাখবরে কোথাও যাতে কোন সমস্যা না হয় সাংবাদিক দের তার জন্য উপযুক্ত ব্যবস্থা আছে।জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তথা ওসি, মিডিয়া সেল শান্তনু চক্রবর্তী জানান, আমরা প্রতিদিন যা লিপিবদ্ধ করছি তা নিয়মিত পাঠাচ্ছি জেলাশাসকের কাছে’।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});