December 5, 2024

আসন্ন নির্বাচনে ভোটারদের সচেতনে উষা ভানু নাট্য দল দক্ষিণ দিনাজপুর জেলার ৮টি ব্লকেই ব্যাপক প্রচারে

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ৮ টি ব্লকের সাধারণ মানুষদের ভোটের খুঁটি নাটি সম্পর্কে সচেতন করতে কুশমন্দি ব্লকের উষা ভানু খন নাট্য দল আগামী ৩০শে মার্চ থেকে সাধারণ ভোটারদের ভোট সম্পর্কে খুঁটি নাটি বিষয়ে  ব্যাপক নির্বাচনী সচেতনতার প্রচার কর্মসূচি শুরু করতে চলেছে বলে জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক সান্তনু চক্রবর্তী।

সান্তনু বাবু বলেন আগামী ৩০শে মার্চ বালুরঘাট ব্লক,৩১শে মার্চ তপন ব্লক,১লা এপ্রিল কুমারগঞ্জ ব্লক,২রা এপ্রিল জেলার সীমান্ত ব্লক হিলি,৩রা এপ্রিল গঙ্গারামপুর,৪ঠা এপ্রিল বংশীহারি ব্লক,৫ই এপ্রিল হরিরামপুর ব্লক ও ৬ইএপ্রিল কুশমান্ড ব্লকে ভোটারদের  সচেতন করে তুলতে খনপালা পথ নাটক ও জেলার নির্বাচনী মাসকট “নাগরিক বার্তা”র মাধ্যমে জোর প্রচার শুরু হচ্ছে।সান্তনু বাবু বলেন প্ৰতি দিন নির্দিষ্ট স্থানে ও নিৰ্দিষ্ট সময় অর্থাৎ দুপুর ১২ টা থেকে বৈকাল ৪টা পর্যন্ত জনসাধারণের মধ্যে সচেতনতার প্রচার উষা ভানু খন নাট্য দল করবে বলে জানা যায়।
 জেলা তথ্য আধিকারিক সান্তনু চক্রবর্তী বলেন আগামী ২৩শে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট উৎসব।জেলার সমস্ত ভোট দাতারা যাতে নিজের ভোট নিজে দিতে পারে এবং ভোট দানের পর তার ভোট পছন্দের  প্রাথীর জায়গায় পড়েছে কিনা তা কি সঠিক ভাবে ভোটার দেখে নিতে পারবেন ভি ভি প্যাডের মাধ্যমে।নির্বাচনের পূর্বে এই ক দিন আরো ভালোভাবে বুঝে নেবেন সেই কারণেই এই ভোটার সচেতনতার প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলে সান্তনু বাবু জানান।তিনি  দক্ষিণ দিনাজপুর জেলার কোন কোন ব্লকের কোথায় এই সচেতনতার প্রচার লোকশিল্পীরা করবেন তার একটি তালিকাও এই প্রতিবেদনককে জানান।যেমন বালুরঘাট ব্লকে বাউল বাজার এবং পতিরাম বাজার,তপন ব্লকে লস্কর হাট ও দাঁড়াল হাটে, কুমারগঞ্জ ব্লকে মোহনা বাজার ও ডাঙ্গার হাটে, হিলি ব্লকে ত্রিমোহিনী বাজার ও তিওর বাজার,গঙ্গারামপুর ব্লকে ডিটল হাট ও অশোক গ্রাম বাজার,বংশীহরি ব্লকে শিহল মোড় ও ধূমসাদীঘি মোড়,হরিরামপুর ব্লকের হরিরামপুর বাজার ও দানগ্রাম বাজার এবং কুশ- মন্ডি ব্লকের মহিপাল বাজার ও আমিনপুর মোড়ে এই প্রচার হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

13 thoughts on “আসন্ন নির্বাচনে ভোটারদের সচেতনে উষা ভানু নাট্য দল দক্ষিণ দিনাজপুর জেলার ৮টি ব্লকেই ব্যাপক প্রচারে

  1. In fact, 47 out of to strike very hard; to beat an sense into someone cialis and priligy The placebo-subtracted mean maximal decreases in systolic blood pressure over a 12-hour period after dosing in the placebo-controlled portion of the study part C are shown in Table 5 and Figure 3

  2. In 2010, Dmochowski et al51 conducted a multicenter, randomized, double-blind, placebo-controlled, 12-week trial comparing once-daily tadalafil 20 mg with placebo in LUTS BPH men with or without bladder outlet obstruction cialis generic buy

  3. 8 , while the maximum improvement in LUTS BPH achieved tadalafil and О±-blocker combined therapy compared with О±-blocker alone was reported by Bechara et al47 IPSS 2 cialis generic reviews But a 2017 review study found that tadalafil and sildenafil worked in pretty much the same way and had similar side effects

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *