মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মোটরসাইকেল আরোহীর।
1 min read
জয়ন্ত বোস, বর্তমানের কথা। কালিয়াগঞ্জ শহর জুড়ে বিশেষ করে পৌর এলাকায় ট্রাক্টরগুলি যেভাবে মাটি ও বালি বহন করে উর্ধ্বশ্বাসে ছুটে চলেছে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাতে বেশীরভাগ লাইসেন্স বিহীন, পারমিট বিহীন এবং অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে দাপিয়ে বেড়ানো ট্রাক্টর চলাচলে জনসাধারণ একদিকে নাজেহাল তেমনি দুর্ঘটনা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ঠিক তখনই আজ সকালে কালিয়াগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের রসিদপুর মোড়ে শনি মন্দিরের সামনে ট্রাক্টরের সাথে এক মোটরসাইকেল আরোহীর সামনাসামনি ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ঐ মোটরসাইকেল আরোহীর। ঘটনা সকাল ৭-৭.৩০ মিনিটের মধ্যে দুর্ঘটনা টি হয়েছে বলে জানা যায়। ঘটনা প্রসঙ্গে ঐ মোটরসাইকেল আরোহীর নাম জয়দেব সিংহ। বাড়ি ৪ নং বোচাডাঙ্গা অঞ্চলের অন্তর্গত সিংতোড় এলাকায়। ৩৪ – ৩৫ বছরের ঐ যুবকের বোচাডাঙ্গা মোড়ে একটি ঔষধের দোকান ছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুর্ঘটনায় এখনও অবধি ঘাতক ট্রাক্টরের খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনা স্থলে প্রত্যক্ষদর্শীরা ঐ সময়ে মোটরসাইকেল আরোহী কে প্রাথমিক চিকিৎসার জন্য ছুটে গেলেও কেউ ট্রাক্টর টিকে ঠিক মতো সনাক্ত করতে পারেনি বলে প্রকাশ। জানা যায় ট্রাক্টর টি কালিয়াগঞ্জ থেকে উর্দ্ধগতি নিয়ে ধনকোলের উদ্দেশ্যে ছুটে আসছিল এবং ধনকোল মোড়ের দিক থেকে হেলমেট পরে মোটরসাইকেল আরোহী জয়দেব রসিদপুর মোড়ের দিকে আসতেই শনি মন্দিরের সামনে ঘটনা টি ঘটে। মোটরসাইকেল আরোহী কে তড়িঘড়ি কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। WB 60H 3762 নং যুক্ত মোটরসাইকেল টি নিয়েই পথ দুর্ঘটনায় মৃত মোটরসাইকেল আরোহী জয়দেবের মৃত্যুর সংবাদ কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে পৌঁছে গেলে বাড়িসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘাতক ট্রাক্টরের খোঁজ চালিয়ে যাচ্ছে। বেশীরভাগ ট্রাক্টর গুলোর ট্রলির পিছনে কোনো নং প্লেট না থাকার কারণে ঘটনাটি ঘটে যাওয়ার মূহুর্তে ট্রাক্টরটি যখন দুর্ঘটনা স্থল থেকে ভেগে যায় তখন ঐ সময়ে অনেকেই ট্রাক্টর টিকে সনাক্ত করতে পারেনি। পুলিশ প্রশাসন ইতিমধ্যে মৃতদেহ টিকে পোস্টমর্টেমের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে সাতসকালে যেভাবে ট্রাক্টর একটি তড়তাজা যুবকের প্রাণ কেরে নিল তাতে করে কালিয়াগঞ্জ পৌর এলাকার মধ্যে বিশেষ করে ৬ নং ওয়ার্ড জুড়ে সারাদিন প্রতিনিয়ত ট্রাক্টরের দৌরাত্ম্যে আরো কত দুর্ঘটনা ওত পেতে আছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ট্রাক্টর গুলোর এই দৌরাত্ম্যের বিরুদ্ধে পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কড়া হস্তক্ষেপ আশা করে এলাকার জনগণ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});