December 5, 2024

সেলিমের সমর্থনে মহেন্দ্রগঞ্জে বক্তব্য রাখলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি মীনাক্ষী

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–রাজ্য ও কেন্দ্রের সর্বনাশের দুই কান্ডারি দিদি আর মোদি।এই দাদা দিদির রাজত্ব থেকে এদের দুজনকেই  এবার সরিয়ে দিয়ে কেন্দ্রে মানুষের কল্যাণের সরকার কায়েম করতে হবে।শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট তথা সিপিআইএম এর প্রার্থী মঃ সেলিমের সমর্থনে জ্বালাময়ী বক্তব্য রাখলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জী।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মীনাক্ষী দেবী পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়ে বলেন ২০১১সালে এই রাজ্য থেকে বামফ্রন্ট সরকারকে সরিয়ে রাজ্যের মানুষ সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ক্ষমতায় এনে মাত্র কয়েক বছরের মধ্যে ই হারে হারে মানুষ টের পাচ্ছে কাকে সরিয়ে কাকে আমরা এনেছি।রাজ্যের বর্তমান সরকার দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে।এই সরকার কন্যাশ্রী, রূপশ্রী,যুবশ্রী করে এজন সব ক্ষেত্রেই বিশ্রী সরকারের তকমা পেয়েছে রাজ্যের জনগনের কাছ থেকে।তৃণমূল দলের সাংসদ,রাজ্যের মন্ত্রীরা  নারদা সারদা থেকে যেখানে যা পেয়েছে সব খানেই তারা কুকর্মের সাথে যুক্ত হয়ে পড়েছে যা সিবিআই বলছে।আমরা নই।এমন কোন কুকর্ম বাকী নেই যেখানে তারা যুক্ত না হয়ে পারেন নি।তাই এবার  সুযোগ এসেছে যোগ্য প্রার্থীকে বেছে নিন।মীনাক্ষী মুখার্জী বিজেপি সম্পর্কে বলতে গিয়ে বলেন এরা ধর্মের নামে দেশকে ভাগ করবার ষড়যন্ত্র করছে।মানুষের আসল সমস্যা থেকে সরিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষ নামক দেশটার সামনে থেকে গণতন্ত্রের কথাটাই মুছে দেবার কাজে সচেষ্ট।সভায় বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই এর জেলা সম্পাদক কর্তিক দাস,উত্তর লোকাল কমিটির সম্পাদক রিন্টু দেবনাথ,অসিত রঞ্জন দাস(বুবাই)জেলা কমিটির সদস্য,মীনাক্ষ ঘোষ সম্পাদক উত্তর লোকাল কমিটি।জনসভায় সভাপতিত্ব করেন সুজয় সাহা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *