December 5, 2024

তৃণমূল প্রার্থী কানাইয়ালালের সমর্থনে বাড়ি বাড়ি ভোট চাইতে কালিয়াগঞ্জের তৃণমূল শহর সভাপতি কার্তিক পাল-

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর-শনিবার বিকালে কালিয়াগঞ্জ শহরের ১৩নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বাড়িতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক পালের নেতৃত্বে ভোটের প্রচারে বেরোলেন।পৌরপিতা কার্তিক পাল সবাইকেই একটি কথাই মনে করিয়ে দিয়ে বলতে শোনা গেছে দুবছর আগে কালিয়াগঞ্জ শহরের চেহারা কি ছিল আর এই মুহূর্তে কালিয়াগঞ্জ শহরের চেহারাটা কেমন দেখছেন?কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের কথা মনে রেখে এবার আমাদের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে আপনার মূল্যবান ভোটটি দেবেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আমাদের প্রার্থীকে জয়ী করলে আমাদের শহরের আর যেসব কাজ পরে আছে সেগুলো আমরা করে নিতে পারবো।এই ভোট টা এবারের জন্যে হোক শহরের উন্নয়নের জন্য ভোট।কার্তিক বাবু বলেন আপনারা আমাকে সহযোগিতা করেছেন জন্যেই কালিয়াগঞ্জ শহরের আমূল পরিবর্তন করবার সাহস পেয়েছি।তাই আপনাদের কাছে শহরের একজন বাসিন্দা হয়ে আবেদন রাখছি এবারের ভোট সব কিছু ভুলে কালিয়াগঞ্জ শহরের আমূল পরিবর্তনের ভোট হোক।ভোট প্রচারে পৌর পিতা কার্তিক পালের সাথে ছিলেন তৃণমূল নেতা নীলাঞ্জনা সাহা,প্রকাশ কুন্ডু, সুদীপ ভট্টাচার্য্য,চন্দন ঘোষ সহ বহু মহিলা সদস্যরাও ছিলেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *