October 21, 2024

বাঘনবটলিতে তিনদিন ব্যাপী নাম যজ্ঞ অনুষ্ঠান যেন মহা মিলন মেলার রূপ পেল

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সন্নিকটে বাঘন হাটখোলা বারোয়ারি নামজজ্ঞ কমিটির উদ্যোগে দোল উৎসব উপলক্ষে পঞ্চম বর্ষ তিনদিন ব্যাপী নামজজ্ঞ অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার পদাবলী কীর্তনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।কমিটির সভাপতি নির্মল মোহন্ত বলেন প্ৰতি বছর আমাদের এই উৎসবের জন্য


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এই এলাকার মসনুষজন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।সাধারণ মানুষ তারা এই অনুষ্ঠানের জন্য সবরকম সাহায্য করে থাকে।কমিটির সম্পাদক বীরবল রাজভর বলেন শুক্রবার তাদের উৎসবের শেষ দিনে পদাবলী কীর্তন পরিবেশন করেন স্বনামধন্য 
কীর্তনিয়া সঞ্চিত মন্ডল।কীর্তনের দলে অবশগ্রহন8 করেন দীপক মন্ডল,তপন গাইন,নবানি গাইন,বেলী সরকার,মন সরকার ও প্রিয় নাথ বর্মন।জানা যায় বৃহস্পতিবার হাজার হাজার মানুষকে প্রসাদ দেবার ফলে সবাই প্রচন্ড খুশি বলে জানা যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *