December 5, 2024

গ্রামেগঞ্জে বিজেপি প্রার্থী দেবশ্রী দেবী শনিবার প্রচারে ঝড় তুললো

1 min read
 তপন চক্রবর্তী ,শংকর গুপ্তা ,সত্যেন মহন্ত-উত্তর দিনাজপুর–শনিবার সকাল থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী দেবী এক কথায় ঝড় তুলেই ছাড়লো।শুক্রবার কালিয়াগঞ্জ ব্লকের গ্রামাঞ্চলে যেখানেই গেছেন সেখানেই তাকে দেখার জন্য মানুষের ভিড় চোখে পড়ার মত।গ্রাম বাসীরা সরাসরি বিজেপি প্রার্থী দেবশ্রী দেবীকে অভিযোগ জানিয়ে বলেছেন তাদের গ্রামে কোন কাজ হয়নি।রাস্তার অবস্থা কি আপনি নিজের চোখেই দেখলেন।আপনাকে আমরা জয়ী করব কিন্তূ আমাদের সমস্যার সমাধান করতে হবে।দেবশ্রী দেবী গ্রামবাসীদের প্রশ্নের উত্তরে বলেন আমাকে এই আসনে প্রার্থী করেছে কাজ করবার জন্যইআমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সমস্যার সমাধান আমিই করবো।শুধু আমাকে আশীর্বাদ করেন আমি যেন জয়ী হয়ে কাজ করে আপনাদের বড়দি ও ছোরদিকে দেখিয়ে দিতে পারি।কাজ করার ইচ্ছা থাকলে তা করা যায়।দেবশ্রী দেবী বলেন আপনারা এর আগে যাকে পাঠিয়েছিল উনি বক্তব্যটা ভালো করতে পারেন,তবে কাজ করতে পারেন না।৫ বছর ক্ষমতা ভোগ করে সাধারণ মানুষের কোন কাজ করতে পারেন নি।উত্তর দিনাজপুর জেলার অনেক সমস্যা আছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রেল পরিষেবা  ঠিকমত নেই।রেল প্ৰকল্পের কাজ চালু হয়েও পরে আছে।কোন কাজ করেনি।পাঁচ বছর সময় অনেক।একজন সাংসদ পাঁচ বছরে কাজ করবার  সুযোগ অনেক পায়।  সেই সুযোগকে কাজে লাগাতে হবে নানা উপায়ে।দেবশ্রী দেবী বলেন কেন্দ্রে মোদি সরকার আবার আসছে বিপুল জনা দেশ নিয়ে। দেশে চাই শক্ত সামর্থ একটি কেন্দ্রীয় সরকার।যা একমাত্র বিজেপির পক্ষেই করা সম্ভব।বিরোধীরা মূর্খের স্বর্গে বাস করছে।এরা জানেনা এদের এক একটি দলের অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে।আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের সর্বনাশ করেও শখ মেটেনি।এবার তিনি বলছেন আকারে ইঙ্গিতে তিনি ই এবার প্রধান মন্ত্রী হচ্ছেন।আর তাই তার দলের ইস্তা হার প্রকাশ করতে গিয়ে দেশের ইস্তা হার প্রকাশ করে দিয়েছেন।তিনি গদিতে বসেই অনেক কিছুর পরিবর্তন আনবেন বলেছেন।আসলে গাছে কাঁঠাল গোপে তেল দেবার মতই তিনি স্বপ্নে মশগুল।তবে এবার মনে হচ্ছে তার আম ও যাবে ছালাও যাবে।এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।এক প্রশ্নের উত্তরে দেবশ্রী দেবী বলেন নির্বাচনে সবার দাঁড়ানোর অধিকার আছে।মানুষ তার পছন্দমত ভোট দিয়ে কাউকে বেছে নেবেন।আমিও তাদের মতই একজন প্রার্থী মাত্র।উত্তর দিনাজপুর জেলার মানুষ ভালো মন্দ সবই বোঝেন।তাদেরকে বলবো ঠান্ডা মাথায় ভোট কক্ষে গিয়ে যাকে মন চাইবে তাকেই আপনার পছন্দমত ভোটটি দিয়ে দেবেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *