অর্পিতার প্রচারে কারিগরী মন্ত্রী পূর্নেন্দু বসু
1 min read
মঞ্জুরুল অালম,দঃ দিনাজপুর, ৩০ মার্চ : বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে কুশমন্ডি ব্লকের ৫ নং দেউল অঞ্চলের মহিষবাথানের খুনিয়াডাঙি হাঁট খোলায় রাজনৈতিক কর্মী সভা অনুষ্ঠিত হবে বলে কয়েকদিন অাগে থেকেই স্থানীয় নেতারা মোখা শিল্পী, খন-পালাগান শিল্পী, ধোকরা শিল্পীদের ভিড় জমাতে প্রচারে নামিয়েছিলেন, উদ্দেশ্য ৫ নং অঞ্চলটি বিরোধীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। গতকাল মঞ্চ তৈরীর কাজও শেষ হয়ে গিয়েছিল। কারিগরী মন্ত্রী পূর্নেন্দু বসু চারটার সময় অাসার কথা থাকলেও, তিনি মঞ্চে এসে উপস্থিত হন বিকাল পাঁচটায়। মঞ্চে উঠেই তিনি অর্পিতা ঘোষের সমর্থনে রাজনৈতিক কর্মী সভায় ঝড় তুললেন। এই সভায় উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি রেখা রায়, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস, প্রাক্তন কারা মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, তৃণমূলের জেলা সহ সভাপতি কেশব যোশী, সমাজসেবী শুভ্রজ্যোতি বিশ্বাস ও অারোও অনেক তৃনমুলের প্রথম সারির নেতারা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্নেন্দু বসু বলেন, ” কেন্দ্রের বিজেপি সরকার যত প্রতিশ্রুতি দিয়েছিলেন অাজ তা সমস্ত ব্যর্থ হয়েছে।” মুখ্যমন্ত্রীর স্বপ্নের বাংলার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। সুতরাং অাসন্ন লোকসান ভোটে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে জোড়া ফুলে ভোট দিন। বিজেপি নেতা অমিত শাহ গতকাল অালিপুরদুয়ারে এন.অার.এস পশ্চিমবাংলায় চালু করবে বলে যে হুঙ্কার দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে কারিগরী মন্ত্রী পূর্নেন্দু বসু বলেন কি করে চালু করে সে ব্যাপারে অামরা চ্যালেঞ্জ জানাচ্ছি। তিনি অারোও বলেন মোদির ব্যর্থ নোটবন্দীর ফলে দেশের প্রচন্ড ক্ষতি হয়েছে কিন্তু কোনো কালো টাকা উদ্ধার হয়নি। পূর্নেন্দু বাবু তির্যক ভাষায় বলেন মোদি সরকার গো- রক্ষার নামে মানুষ মারার পরিবেশ সৃষ্টি করেছে ও সাম্প্রদায়িক দ্বন্দ্বের বিষ ছিটিয়েছে। তাছাড়া তিনি অারোও জানান মমতা সরকার যেসব প্রকল্প চালু করেছে এবং সুনাম অর্জন করেছে তা এর অাগে কোনো সরকার করতে পারেনি।তিনি এই কর্মী সভায় অারোও বলেন যে এই লোকসভায় প্রচন্ড লড়াই হবে এবং প্রার্থী জিতলে ও বাংলার ৪২ টি অাসনের মধ্য ৪২ টি অাসন পেলে ভারতকে নতুন পথ দেখাবে এই তৃনমূল। তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্য বলেন যে, যে-কোনো উপায়ে সর্বশক্তি লাগিয়ে তৃণমূল প্রার্থীকে লোকসভা নির্বাচনে জয়ী করতে হবে। ২০১৯ সালেই বিজেপিকে পরাস্ত করে দিতে হবে, তবেই মমতা ব্যানার্জী ২০১৯ সালে স্বপ্নের ভারত তৈরীতে সার্থক হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});