October 27, 2024

১৬টি বাচ্চা সহ ৬ ফুট বড় কেউটে সাপ উদ্ধার কালিয়াগঞ্জের হরিহরপুরে

1 min read

১৬টি বাচ্চা সহ ৬ ফুট বড় কেউটে সাপ উদ্ধার কালিয়াগঞ্জের হরিহরপুরে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯,সেপ্টেম্বর:কালিয়াগঞ্জ থানার অন্তর্গত ধনকল সংলগ্ন হরিহরপুর গ্রামে রণজিৎ দাশের বাড়ি থেকে একটি মা কেউটে সহ ১৬ টি কেউটে সাপের বাচ্চা আজ উদ্ধার করল উত্তরদিনাজপুর পিপল ফর এ্যানিমেলস এর সদস্যরা রণজিৎ দাশের রান্নাঘরে ১৬ টি বাচ্চাকে নিয়ে সেই মা কেউটে রীতিমতো সংসার পেতে বসে ছিল বেশ কিছুদিন ধরেই রঞ্জিত দাস দেখতে পাচ্ছিলেন যে রান্নাঘরে একটি ইঁদুরের গর্ত থেকে মাথা উঁচু করে মুখ বের করে আছে কেউটের বাচ্চা, কখনো একটি বড় কেউটে সাপ।

কিভাবে তিনি সাপগুলোর হাত থেকে মুক্তি পাবেন সেই উপায় খুঁজে পাচ্ছিলেন না। তারপর তিনি ফোন করেন উত্তরদিনাজপুর পিপল ফর এ্যানিমেলস এর অফিসে। খবর পেয়ে সংস্থার সর্প বন্ধু সৌরভ সরকার এবং অপূর্ব দাস রঞ্জিত দাস এর বাড়িতে গিয়ে রান্নাঘরের সেই গর্ত থেকে একের পর এক কেউটে সাপের বাচ্চা সহ একটি বড় কেউটে সাপ উদ্ধার করে ফেলে। সব সাপ গুলোকেই জনবসতিহীন এলাকায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ।

বিষধর এই কেউটে সাপ কে অনেকে মাছুয়া লাদ বা আলাদ সাপ বলে। এগুলো জলাশয়ের ধারে সাধারণত দেখতে পাওয়া যায় । খেত খামারের আলের ধারে অনেক সময় ইঁদুরের গর্তে এরা বাসা বেঁধে বসবাস শুরু করে সংসার পক্ষ থেকে রঞ্জিত দাস কে ধন্যবাদ জানানো হয়েছে যে তিনি সাপগুলোকে উদ্ধারের জন্য ফোন করেন। তিনি যথেষ্ট সচেতন ব্যক্তি যিনি সব গুলোকে কাউকে মারতে দেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *