December 5, 2024

ভোটের মুখে তৃণমূল দলে যোগ

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–বৃহস্পতিবার ঠিক ভোটের মুখেই বরুনা ও রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের আনুমানিক ২০০ শো বিজেপি,সিপিএম ও কংগ্রেসের সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগ দিল বলে জানালেন তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা।দধি মোহন দেবশর্মার হাত থেকে বিভিন্ন দলের
 সমর্থকেরা তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন।যদিও সিপিআইএম, ও কংগ্রেসের কাছ থেকে জানা যায় এই রকমের দল ত্যাগের কোন খবর তাদের কাছে নেই।আসলে তৃণমূল বুঝতে পেরেছে 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তাদের প্রাথীর জেতার কোন সম্ভাবনা নেই তাই এসব অপ প্রচার করে জনমানসে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছুই নয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *