মালদা পেসেঞ্জার ডি,এম ও সহ তিনটি লোকাল ট্রেন এর স্টপেজের দাবিতে রেল অবরোধ
1 min read
সুবল গোপ চোপড়া ৪ এপ্রিল : মালদা পেসেঞ্জার ডি,এম ও সহ তিনটি লোকাল ট্রেন এর স্টপেজের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাল চোপড়া ব্লকের তিন মাইল রেল স্টেশনে । বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ওই এলাকার সাধারন মানুষ বিক্ষোভ শ্লোগান এর মাধ্যমে দাবি জানান, অবিলম্বে ৩ মাইল স্টেশনে মালদা পেসেঞ্জার, ও ডি,এম, ও র স্টপেজ দিতে হবে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অবরোধের কারনে, আলুয়াবাড়ি স্টেশনে এক ঘন্টা দাঁড়িয়ে পরে নর্থ ইস্ট ট্রেনটি । খবর পেয়ে প্রশাসন এবং রেল দপ্তরের পক্ষ থেকে এসে অবরোধ কারিদের সাথে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় । জানা গেছে আগামী ৮ এপ্রিল থেকে মালদা পেসেঞ্জার এবং পরে ডি,এম ,ও দাড়াতে পারে ৩ মাইল স্টেশনে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});