বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচনী জনসভা করলেন দাড়িভিটে
1 min read
দেবব্রত চক্রবর্তী :- নির্বাচনী সভার অনুমতি না থাকা সত্ত্বেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচনী জনসভা করলেন দাড়িভিটে। হাজার হাজার মানুষ সভাতে আসেন এবং দিলীপ ঘোষের বক্তব্য শোনার জন্য আগ্রহ নিয়ে বসে থাকেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রে মোদি সরকার এবং রাজ্য মোদি রাজ করবে।
কারণ মোদি মানে উন্নয়ন, মোদি মানে সুরক্ষা, মোদি মানে মহিলাদের সম্মান। উন্নয়নকে লক্ষ করে মানুষ মোদি সরকার কে কেন্দ্রে নিয়ে আসবে পাশাপাশি রাজ্যেও আনবে। দেশে পঁয়ত্রিশ বছর যাবৎ উগ্রপন্থী কার্যকলাপ চলছে। উগ্রপন্থীদের হাতে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মানুষ মারা গেছে। পনেরো হাজার সুরক্ষা কর্মী মারা গিয়েছে। এর জন্য দায়ী কংগ্রেস সিপিএম তৃণমূল। এই তিনটি দলই দেশে অনুপ্রবেশ ঘটিয়েছে। সেখান থেকে জঙ্গি কার্যকলাপ শুরু হয়েছে। কিন্তু মোদির আমলে সব জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে মানুষ পরিবর্তনের পরিবর্তন চায়। রাজ্যে অনুপ্রবেশ হওয়ায় জঙ্গি কার্যকলাপ বাড়ছে। হাজার হাজার মাইল সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় অনুপ্রবেশ ঘটছে। জঙ্গিরা সারাদেশে ছড়িয়ে পড়ছে। গোটা দেশজুড়ে জঙ্গি কার্যকলাপ চলছে। রাজ্য সরকার জমি না দিলে সীমান্ত এলাকা তে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব না। কেন্দ্র সরকার থেকে বেড়া দেওয়ার টাকা এলেও রাজ্য সরকার জমি না দেওয়াতে তা করা সম্ভব হচ্ছে না। অনুপ্রবেশ রুখতে রাজ্য মোদি সরকার কে আনা উচিত বলে বলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।