মা দীপা দাসমুন্সীর সমর্থনে নির্বাচনী প্রচারে ঝড় তুললো পুত্র প্রিয়দীপ
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--উত্তর দিনাজপুর জেলার উন্নয়নে বাবা প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্বপ্নকে স্বার্থক রুপ দিতে আমার মা জাতীয় কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সীকে দুহাত দিয়ে আশীর্বাদ করুন।বাবার স্বপ্নের এইমসকে যারা করতে দেয়নি তাদের যোগ্য জবাব দিয়ে আমার মা দীপা দাসমুন্সীকে দিল্লীর দরবারে পাঠিয়ে পুনরায় বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপনারাই পারবেন আমার বিশ্বাস। রবিবার চাকুলিয়ার শিরশী মাদ্রাসার ময়দানে কংগ্রেসের নির্বাচনী সভায় এই কথাগুলি বলেন উত্তর দিনাজপুরে ভূমিপুত্র তথা প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সুযোগ্য পুত্র প্রিয়দীপ দাসমুন্সী। মায়ের সমর্থনে ভোট চাইলেন পুত্র প্রিয় দীপ দাস মুন্সী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি মঞ্চে উঠে বলেন, আমার মা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী দীপা দাস মুন্সী। তাঁকে নির্বাচনে দুহাত তুলে আশীর্বাদ করবেন। দিল্লীতে গিয়ে আপনাদের জন্য লড়াই করতে পারেন। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন, বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার ভারতের জাতীয় ঐক্য নষ্ট করছে।আর বলেছিলেন, সরকার ক্ষমতায় আসলে ২ কোটি বেকারের চাকরি হবে। সে প্রতিশ্রুতি বিজেপি পালন করতে পারেনি।এই সরকার এলে দেশের সমূহ ক্ষতি হবে। অপর দিকে পশ্চিম বঙ্গের বিধান সভার বিরোধী দল নেতা আব্দুল মান্নান বলেন, রায়গঞ্জ থেকে এইমস হাসপাতাল সরিয়ে নিয়ে যাওয়া হল কল্যাণীতে।অথচ সেখানেও এখন অবধি একটা ইটও গাঁথা হয়নি। আমরা হাসপাতাল নিয়ে বিরোধীতা করছি না। তবে রায়গঞ্জের মতো জায়গায় এইমস হাসপাতাল হলে সমগ্র উত্তর বঙ্গ জুড়ে সাধারণ মানুষেরা উপকৃত হতেন।কিন্তু প্রিয়রঞ্জন দাস মুন্সীর সেই স্বপ্নকে ভেঙে দিয়েছে তৃণমূল। তৎকালীন সিপিএম সরকার সমান ভাবে দায়ী ছিলেন। তাঁরা সরকারে থাকাকালীন সময়ে কোন সহযোগিতা করেনি। ফের কংগ্রেস ক্ষমতায় আসলে রায়গঞ্জে যাতে এইমস হাসপাতাল করা যায় সেই চেষ্টা আবার করা হবে। দীপা দাস মুন্সী বলেন, আমরা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি কখনও দিই না। যেটা মানুষকে বলি সেটা পালন করার চেষ্টা করি। এছাড়া সভায় উপস্থিত ছিলেন চাকুলিয়া ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মহম্মদ মোস্তফা, মাহাতাব আলি, আব্দুল হালিম প্রমুখ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।জনসভায় প্রয়াত প্রিয় রঞ্জন দাসমুন্সীর ছেলের বক্তব্য শোনার জন্য প্রচুর মানুষের সমাগম হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});