মহা সমারোহে কালিয়াগঞ্জে মা বয়রা কালির অষ্টধাতু পুজা
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মা বয়রা কালির মন্দিরে মহা সমারোহে মায়ের অষ্টধাতুর পুজা সম্পন্ন হল।এদিন সকাল থেকেই মায়ের কাছে মানত করবার জন্য বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা আসেন মায়ের মন্দিরে।জানা যায় মা বয়রা কালির অষ্টধাতুর মায়ের মূর্তির প্রতিষ্ঠা হয় ১৯৯৮ সালে।সেই থেকে মায়ের অষ্টধাতুর পুজা বার্ষিক পূজা হিসাবে হয়ে আসছে।
মায়ের অসংখ্য ভক্তবৃন্দদের আর্থিক সহায়তায় এই পূজা হয়ে থাকে।এদিন রাত নয়টায় মায়ের অষ্টধাতুর পূজা শুরু হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আই সি তথা মা বয়রা পুজা কমিটির সভাপতি শ্রীমন্ত বন্দোপাধ্যায় কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল, বিশিষ্ট সমাজ সেবী স্বপন সরকার ও সুরেশ সারাফ সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অষ্টধাতু পূজা উপলক্ষেকমিটির সদস্যরা প্রচুর বাজি পুড়িয়ে মায়ের মন্দিরের সামনে আনন্দে মেতে থাকে। অষ্টধাতু পূজা উপলক্ষে মা বয়রা মায়ের মন্দিরকে আকর্ষণীয় সাজানো হয়ে থাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ মা বয়রা কালি পূজা কমিটির যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র(দুলু) ও সৌমেশ লাহিড়ী(মুন্না)জানান মা বয়রা কালির অষ্টধাতুর বার্ষিক পুজা অত্যন্ত আচার ও নিষ্ঠা সহকারে পুজা করা হয়ে থাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});