December 5, 2024

আসন্ন লোকসভা ভোটে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র সার্বিক বিচারে মডেলের তকমা পাক

1 min read
তপন চক্রবর্তী--উত্তর দিনাজপুর–সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় নির্বাচন আগামী 18ই এপ্রিল।লোকসভা নির্বাচন মানেই সমস্ত স্তরের নির্বাচক মন্ডলীদের কাছে ভোট উৎসব বলেই মনে করা হয়ে থাকে।ভোটের দিন সকাল থেকেই যেন সবাই উৎসবের মেজাজে দিনটা কাটিয়ে থাকে।
এই দিনে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেবার মজাই আলাদা।উত্তর দিনাজপুর জেলার মধ্যে সম্ভবত কালিয়াগঞ্জ বিধান সভার অন্তর্ভুক্ত শহর ও গ্রামের সমস্ত এলাকায় শান্তিপ্রিয় মানুষের বসবাস।
সেই দিক দিয়ে বিচার করলে কালিয়াগঞ্জ শান্তিপ্রিয় এলাকা হিসাবে অনেক আগেই তকমা পেয়েছে।যা উত্তর দিনাজপুর বাসীর জানা।এর একমাত্র কারণই হচ্ছে এই এলাকার রাজনৈতিক নেতৃত্বরা অকারণে সামান্য কারনে কোন সময়ের জন্য  কোন হিংসা মারামারির মধ্যে জড়িয়ে পড়েনা।প্রতিটি রাজনৈতিক নেতা অন্য রাজনৈতিক দলের নেতাদের সাথে যেমন প্রতিনিয়ত কথাবার্তা চলে তেমনি প্রত্যেককেই প্রয়োজনীয় সন্মান দিয়ে থাকে।রাজনৈতিক নেতৃত্বদের এই বিরাট গুন থাকার ফলেই কালিয়াগঞ্জ শান্তিপ্রিয় এলাকা হিসাবে চিহ্নিত হতে পেরেছে।কালিয়াগঞ্জের সমস্ত শান্তি প্রিয় নাগরিকরাও চায় এই পরিবেশ যেন সারাজীবন ধরে চলতে থাকে।তাই আগামী 18ই ভোট উৎসবে আমরা সবাই নিজ নিজ পছন্দ অনুযায়ী আমাদের শহরের উন্নয়ন ও ব্লকের উন্নয়নের স্বার্থে শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়ে যেন দেখিয়ে দিতে পারি এবং কালিয়াগঞ্জকে ভোটের ক্ষেত্রে মডেল এলাকা হিসাবে পুনরায় চিহ্নিত করে প্রশাসনের নজর কারতে পারি।আমরা তাই এমন কোন আচরণ করবোনা যাতে ভোটদানের ক্ষেত্রে কোনরকম সাধারণ মানুষের অসুবিধার কারন হতে পারে।নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট উৎসব সফল করতে সব রকম আয়োজন তৈরি যেমন তেমনি নির্বাচক মন্ডলীরাও ভোট দেবার জন্যও প্রস্তুত। শুধু সময়ের অপেক্ষা মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *