October 27, 2024

নসিরহাটে তৃণমূল ছেড়ে ২২টি পরিবারের সদস্যরা গেরুয়া শিবিরে

1 min read

নসিরহাটে তৃণমূল ছেড়ে ২২টি পরিবারের সদস্যরা গেরুয়া শিবিরে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৯সেপ্টেম্বর:করোনা আবহের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল করোনার কারনে আর বসে থাকছে না।কারন আর মাস কয়েক পরেই এ রাজ্যের বিধান সভার ঘন্টা বেজে যাবে।তাই প্রত্যেকেই ঘর গোছানোর প্রাথমিক লেজ শুরু করে দিয়েছে। বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ২৬নম্বর মন্ডলের ২ নম্বর ধনকোল গ্রাম পঞ্চায়েতের নসিরহাট গ্রামে বিজেপির এক সভায় তৃণমূলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে গ্রামের ২২টি পরিবার বিজেপি দলে যোগ দিল বলে জানালেন কালিয়াগঞ্জ বিধান সভার ২৬ নম্বর মন্ডলের সভাপতি তারিণী কান্ত রায়,উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিজেপি সদস্য কমল সরকার,প্রভাত মহন্ত সহ বেশ কিছু বিজেপি সমর্থকেরা।

বিজেপি নেতা কমল সরকার বলেন গ্রাম বাংলার মানুষ তৃণমূল দলের ব্যাপক।দুর্নীতি যার সহ্য করতে পারছেনা।যে কোন কাজ করতে গেলেই দিতে হয় অর্থ,রেশন নিয়ে দুর্নীতি।তাই এসবের প্রতিবাদে ই তারা তৃণমূলের সাথে সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগ দিল।মন্ডল সভাপতি তারিণী কান্ত রায় বলেন মানুষ বিজেপি দলে আসার জন্য প্রস্তুত হয়ে আছে।তাই সময় সুযোগের অপেক্ষায় সবাই তৈরী হয়ে আছে।শুধু গ্রাম নয় কালিয়াগঞ্জ শহরে তৃণমূলে যে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে তাতে তৃণমূলের কালিয়াগঞ্জ ব্লকের অনেক প্রথম সারির নেতৃত্ব গেরুয়া শিবিরে এলে আশ্চর্য হবার কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *