October 27, 2024

পুলিশের শীর্ষস্তরে রদবদল,বদল মুখ্যমন্ত্রীর শীর্ষ নিরাপত্তা আধিকারিকও

1 min read

পুলিশের শীর্ষস্তরে রদবদল,বদল মুখ্যমন্ত্রীর শীর্ষ নিরাপত্তা আধিকারিকও

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মাওবাদী দমনে কাউন্টার ইনটেলিজেন্স ফোর্স ও সাইবার ক্রাইমকে আরও জোরদার করতে হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁরই নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিককে সরিয়ে স্পেশ্যাল টাস্ক ফোর্সের দায়িত্ব দেওয়া হল। পাশাপাশি, টেলিকম ক্ষেত্রের দায়িত্ব ও কাউন্টার ইনটেলিজেন্স ফোর্সের দায়িত্বও দেওয়া হল এক দক্ষ পুলিশ আধিকারিকের উপর।ডিরেক্টর সিকিউরিটির উপর মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সমগ্র বিষয়টি ন্যস্ত থাকে। গত এক বছরের বেশি সময় ধরে এই পদের দায়িত্ব পালন করে আসছিলেন বিনীত গোয়েল। তাঁকে এদিন স্পেশ্যাল টাস্ক ফোর্সের এডিজি পদে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, অজয় কুমার নন্দা আইজি, এসটিএফ পদে ছিলেন, তাঁকে আইজি, কাউন্টার ইনটেলিজেন্স ফোর্স পদে নিয়ে যাওয়া হয়েছে। গতকালই অজয় নন্দা ও বিনীত গোয়েলের নাম কার্যত সুপারিশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী।

সেই মতোই এই বদলি করা হল বলেই পুলিশ সূত্রের খবর। আর বিনীতের জায়গায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়ে আসা হল বিবেক সহায়কে। তিনি এতদিন পথনিরাপত্তা ও ট্রাফিক সংক্রান্ত ক্ষেত্রের এডিজি পদের দায়িত্ব সামলাচ্ছিলেন।পাশাপাশি, এডিজি ট্রাফিক-২ এন রমেশ বাবুকে এডিজি টেলিকমিউনিকেশন পদে নিয়োগ করা হয়েছে। মূলত সাইবার ক্রাইম ও এই সংক্রান্ত ক্ষেত্রের অপরাধ আরও কড়া হাতে দমন করতেই এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। যদিও নবান্নের তরফে এই বদলিকে রুটিন বদলি বলেই আখ্যা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এর পিছনে অন্য কোনও কারণ নেই। অন্যদিকে, অজয় কুমারকে এডিজি ট্রাফিক ও পথ নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছে।এই পাঁচ সিনিয়র পুলিশ আধিকারিকের রদবদলের মধ্য দিয়ে ওয়াকিবহাল মহল মনে করছে, রাজ্যপুলিশের বিশেষ কিছু ক্ষেত্রকে নতুন করে সাজানো হল। রাজ্য পুলিশ যাতে আরও আধুনিক ও উন্নত হতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। নবান্নের কর্তাদের কথায়, মুখ্যমন্ত্রী জানেন কীভাবে প্রশাসন চালাতে হয়, কোথায় জোর দিতে হয়। এদিনের রদবদল কার্যত সেই ধারণাকেই ফের শক্ত করল। শক্ত হাতে আইন-শৃঙ্খলাকে বাঁধতে এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ, মত সকলেরই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *