October 27, 2024

দাপট ভারতীয় সেনাদের, যুদ্ধের প্রস্তুতি লাদাখে 

1 min read

দাপট ভারতীয় সেনাদের, যুদ্ধের প্রস্তুতি লাদাখে

প্যানগংয়ের উত্তর দিকে ভারতীয় বায়ুসেনা আকাশপথে যুদ্ধবিমানের গতিবিধি বাড়িয়ে দিয়েছে। ফিঙ্গার থ্রি এলাকায় চীনের সেনা বাড়ানোর গতিবিধি নজরে পড়তেই আকাশ পথে চীনকে চোখ রাঙাতে শুরু করেছে ভারত।সুত্রের খবর, চূড়ার দিক থেকে ভারতীয় সেনা দেখতে পেয়েছে ফিঙ্গার থ্রিয়ের কাজে সেনা মোতায়েন বাড়িয়ে দিচ্ছে চিন।

 এরপর এক মুহূর্ত দেরি না করে পদক্ষেপ নিয়েছে ভারতীয় বায়ুসেনা। লাদাখের আকাশে এখনও রাফালে নামেনি। তার আগে বুধবার, এয়ার সর্টি মিগ ও সুখোইরা এদিন দাপট ধরে রেখেছে।মঙ্গলবার মধ্যরাত থেকেই লাদাখের বুকে দাপট বাড়িয়েছে ভারতীয় সেনা। পাশাপাশি আকাশপথেও চলছে অতন্দ্র প্রহরা। লাদাখের অপর প্রান্তে চীন ক্রমাগত সেনা বাড়ানোকে যে ভারত ভালোভাবে নিচ্ছে না, তা বায়ুসেনার বিমানের আধিক্য বুঝিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রীতিমতো পারদ চড়ছে লাদাখে।লাদাখ সাজছে সমরসজ্জায়। গত কয়েকদিন ধরে প্রকৃতির কোলে থাকা লাদাখ কেবলই সমরাস্ত্রের শব্দ শুনেছে। সোমবার রাতে চীনের আগ্রাসন ঠেকাতে ভারতের ‘ওয়ার্নিং শট’ এর পর এবার বুধবার সকাল থেকেই প্যানগংয়ের আশপাশের এলাকায় রীতিমতো আনাগোনা বাড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *