October 27, 2024

রায়গঞ্জ মেডিক্যাল কলেজের স্টোর রুম থেকে সাপ উদ্ধার

1 min read

রায়গঞ্জ মেডিক্যাল কলেজের স্টোর রুম থেকে সাপ উদ্ধার

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ,৮,সেপ্টেম্বর:মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ রায়গঞ্জ মেডিক্যাল কলেজের স্টোরে যেখানে সমস্ত ঔষধ পত্র রাখা হয়, সেখানে স্টোরের কর্ত্যবরত কর্মচারীরা একটি কার্টুন এর মধ্যে হঠাৎই একটি সাপ দেখতে পান।

আতঙ্কিত হয়ে তারা তখন স্টোর কীপার হিরেন্দ্র নাথ শর্মাকে ঘটনাটি জানালে হিরেন্দ্র বাবু সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ফোন করেন উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর অফিসে ।

এরপর খবর পেয়ে উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর প্রশিক্ষত সদস্য তথা সর্প বন্ধু সোমেন দাস ও বিশাল রায় ছুটে যায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ এর স্টোরে এবং কিছুক্ষণের চেষ্টায় একটি বেতআঁচড়া ( Painted Bronzeback Tree Snake} সাপ উদ্ধার করে ফেলে। সাপটি প্রায় তিন ফুট লম্বা এবং একেবারেই নির্বিষ। বেত আঁচড়া ছাড়াও এই সাপ কে অনেকে খরিচূড় বা কঞ্চিয়া সাপও বলে। উদ্ধারের পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *