October 27, 2024

প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্ৰকৃত দুস্থদের অন্তর্ভুক্তিকরন ,কাট মানি বন্ধ ও রেশনের দুর্নীতির প্রতিবাদে কংগ্রেসের ব্লক অফিস অভিযান

1 min read

প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্ৰকৃত দুস্থদের অন্তর্ভুক্তিকরন ,কাট মানি বন্ধ ও রেশনের দুর্নীতির প্রতিবাদে কংগ্রেসের ব্লক অফিস অভিযান

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৮,সেপ্টেম্বর:মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক ও শহর কংগ্রেসের পক্ষ থেকে ব্লক কংগ্রেস সভাপতি সুজিৎ দত্তের নেতৃত্বে এক বিশাল মিছিল কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণ থেকে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর অভিযানে সামিল হয়।

ডেপুটেশন দেবার আগে ব্লক চত্বরে ব্লক কংগ্রেস সভাপতি সুজিৎ দত্ত বলেন কালিয়াগঞ্জ ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবদের নাম নথিভুক্ত করবার পরিবর্তে বিভিন্ন গ্রামের অবস্থাশালী ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। অবিলম্বে সেই সব নাম বাদ দিয়ে প্ৰকৃত দুস্থ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করবার দাবি জানান।

কংগ্রেস সভাপতি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নাম করে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও তৃণমূলের পঞ্চায়েত সমিতিতে কাট মানি নেওয়া শুরু হয়েছে যা অবিলম্বে এলাকার দুস্থ্য ব্যক্তিদের ফিরিয়ে দেবার ব্যবস্থা করতে হবে।।কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল তার বক্তব্যে বলেন এই রাজ্যে কি কোন সরকার চলছে?শুধু আবাস যোজনায় দুর্নীতি নয় তৃণমূলের পক্ষ থেকেগ্রামে গঞ্জে রেশন নিয়ে ব্যাপক দুর্নীতি চলছে।গরিব মানুষদের মুখের গ্রাস কেড়ে নিয়ে একপ্রকার লুট করাহচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।তুলশিবাবু বলেন বাজারে ১২০টাকা সর্ষের তেল,৩৫টাকা কেজি আলু,মসুরের ডাল ১২০টাকা।তরি তরকারী র বাজার আগুন। অথচ সরকারের সে দিকে কোন ভ্রূক্ষেপ নেই।

সাধারণ মানুষ করোনা আবহে নাজেহাল হয়ে পড়েছে।তুলসী বাবু কালিয়াগঞ্জ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতিরর স্বামী ব কলমে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে বলে অভিযোগ করেন।সমস্ত উন্নয়নমূলক কাজের টেন্ডার তিনি নিজে নিয়ে করছেন বলে অভিযোগ করেন।অবিলম্বে তা বন্ধ না করলে তারা বৃহত্তর আন্দোলনের সামিল হবেন বলে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ করেন।কংগ্রেস সমর্থকরা খালি থালা বাজাতে বাজাতে কি খাবো,খাবো কি স্লোগান দিতে দিতে সারা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।ডেপুটেশনকারীরা কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারাকে দাবি সম্বলিত স্মারক লিপি দিলে তিনি গুরুত্ব দিয়ে এসব দেখে প্ৰকৃত দুস্থ্য ব্যক্তিরা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায় সে ব্যাপারে প্রতিশ্রুতি দেন এবং কাটমানির লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দেন।কালিয়াগঞ্জ ব্লক অভিযানে কংগ্রেসের অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন পঙ্কজC পাল,মহিলা নেত্রী মঞ্জুরী দত্ত দাম,জাহেদা খাতুন,যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত,বুল দত্ত,ব্লক কংগ্রেসের যুব নেতা গিরিদ্রি প্রামানিক সহ কংগ্রেসের সমর্থকেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *