October 27, 2024

আবাস যোজনায় প্রতিবন্ধীদের পাঁচ শতাংশ সংরক্ষণ সহ ১৮ দফা দাবির ভিত্তিতে ব্লক অফিসে প্রতিবন্ধীদের ডেপুটেশন

1 min read

আবাস যোজনায় প্রতিবন্ধীদের পাঁচ শতাংশ সংরক্ষণ সহ ১৮ দফা দাবির ভিত্তিতে ব্লক অফিসে প্রতিবন্ধীদের ডেপুটেশন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪,সেপ্টেম্বর:শুক্রবার রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য সরকারি ইন্দিরা আবাস,প্রধানমন্ত্রী আবাস যোজনা ও গীতাঞ্জলি আবাস যোজনায় পাঁচ শতাংশ সংরক্ষণ সহ ১৮দফা দাবি নিয়ে শুক্রবার কালিয়াগঞ্জ ব্লক অফিসে প্রতিবন্ধীদের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ ও ডেপুটেশনের মূল দাবি গুলি ছিল প্রতিটি ব্লকে প্রতিবন্ধীদের রেজিস্টার করতে হবে,১৬ বছরের উর্ধে প্রতিবন্ধীদের বি পি এল অন্তর্ভুক্তি করনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক ব্যবস্থ্যা গ্রহণ করতে হবে,একশো শতাংশ প্রতিবন্ধীদের ক্ষেত্রে স্পেশাল জি আর দেবার ব্যবস্থা করতে হবে,চল্লিশ শতাংশের উর্ধে প্রতিবন্ধীদের ক্ষেত্রে বিভিন্ন আবাস যোজনার ঘর দেবার জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ রাখতে হবে,কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত দারিদ্রদূরী করন প্রকল্পে প্রতিবন্ধী অধিকার আইন মোতাবেক পাঁচ শতাংশ অর্থ এবং অতিরিক্ত পচিশ শতাংশ সংরক্ষণ রাখতে হবে,১০০দিনের কজজ প্রকল্পে গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিবন্ধী ভাইবোনদের জন্য পাঁচ শতাংশ কাজের সাথে অতিরিক্ত পচিশ শতাংশ কাজ সংরক্ষণ রাখতে হবে।প্রতিটি গ্রাম পঞ্চায়েত প্রতিবন্ধী ভাইবোনদের নিয়ে সেল্ফহেল্পগ্রুপ গঠন করতে হবে,প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবার।ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবস্থ্যা গ্রহণ করতে হবে।পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সন্মেলনী সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক উত্তম গুহের নেতৃত্বে শুক্রবারের ডেপুটেশন কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসন্ন ধারাকে দেওয়া হয়।সমষ্টি উন্নয়ন আধিকারিক স্মারক লিপি গ্রহণ করে তার যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন বলে জানা যায়।ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল মহম্মদ,প্রতাপ সরকার নির্মল মাহাতো,আব্দুল করিম ও পামিজ আলী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *