October 27, 2024

বাংলার রাজনৈতিক হিংসা,দুর্নীতি, স্বজনপোষণ,বিজেপি কর্মীদের হত্যা, মিথ্যা হয়রানির প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার ডাকে গণতন্ত্র বাঁচাও বিক্ষোভ কর্মসূচি ইসলামপুরে

1 min read

বাংলার রাজনৈতিক হিংসা,দুর্নীতি, স্বজনপোষণ,বিজেপি কর্মীদের হত্যা, মিথ্যা হয়রানির প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার ডাকে গণতন্ত্র বাঁচাও বিক্ষোভ কর্মসূচি ইসলামপুরে

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমা শাসকের দপ্তরে শুক্রবার বিজেপি মহিলা মোর্চার পক্ষ্য থেকে একটি মিছিল হয় । মিলন পল্লী এলাকা থেকে জাতীয় সড়ক হয়ে বিধান সরনী হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে আসেন ।

পুলিশ তাদের আটকে দেন মুল গেটের বাইরে। ইসলামপুর মহকুমা শাসক দপ্তরের সামনেই রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখাতে শুর করে বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা।

সাত জন এর প্রতিনিধির দল মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন । এদিন বিজেপির এই পশ্চিমবঙ্গ বাঁচাও গনতন্ত্র বাঁচাও কর্মসূচি জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিলো । আজকের এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার মহিলা মোর্চার সভানেত্রী দোলা মোদক সহ মহিলা নেত্রী বিভিন্ন কর্মীরা। মহিলা মোর্চার সভানেত্রী দোলা মোদক বলেন আজ সাধারণ মানুষ জানে গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে।

 

গণতন্ত্রের জন্য মহিলা মোর্চা লড়ছে এবং লড়বে। পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই চোপড়া ইটাহার হেমতাবাদ সহ বিভিন্ন এলাকায় একের পর এক কাণ্ডই তার উজ্জ্বল দৃষ্টান্ত। পুলিশ কোন কাজ করছে না নিরিহ অপরাধীদের পুলিশ ধরছে বিনা কারণে।আমরা পশ্চিমবঙ্গের সর্বত্র তাই গণতন্ত্র বাঁচানোর জন্য লড়ছি এবং আগামী বিধান সভা নির্বাচনের মাধ্যমেই ফিরিয়ে আনবে এই রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *