চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের বাউড়ি গছ বহর ঘাটায় জমে উঠল শতাব্দী প্রাচীন চরক মেলা
1 min read
জয়দেব গোপ, চোপড়া: চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের বাউড়ি গছ বহর ঘাটায় জমে উঠল শতাব্দী প্রাচীন চরক মেলা।
এই মেলাকে ঘিরে বেশ এলাকার মানুষের মধ্যে ছিল উন্মাদনা। চরক মেলার মূল আকর্ষণ মানুষের পিঠে বর্ষি গেথে চরকে ঘুরানো এবং জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেটে যাওয়া ইত্যাদি।
মেলায় বিভিন্ন দোকান পাঠ জিলিপি তেলে ভাজা খেলনা ইত্যাদির দোকান বসে। এই চরক মেলায় এবার ভিড় ছিল উপচে পড়া।