October 26, 2024

বিধায়ক রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েও পালন না করায় পূর্ব ভান্ডারের গ্রামবাসীরা ক্ষুব্ধ বিধায়কের কাজে-

1 min read

বিধায়ক রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েও পালন না করায় পূর্ব ভান্ডারের গ্রামবাসীরা ক্ষুব্ধ বিধায়কের কাজে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৪,আগস্ট; কালিয়াগঞ্জে বিধান সভা উপ-নির্বাচনের পূর্বে তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের পূর্ব ভান্ডার গ্রামের গ্রামবাসীদের কথা দিয়েছিল রাস্তা সংস্কারের।তিনি জয়ী হলে অবশ্যই পূর্ব ভান্ডার গ্রামের গ্রামবাসীদের রাস্তা সংস্কার শুধু নয় পাকা করে দেবেন।তৃণমূল বিধায়ক উপ-নির্বাচনে জয়ীও হয়েছিলেন।কিন্তু বর্ষায় গ্রামের রাস্তার অবস্থা যেমন ছিল তেমনি আছে।

বিধায়ক কথা না রাখায় পূর্ব ভান্ডার গ্রামের গ্রাম বাসীরা এই প্রতিবেদককে বলেন এক মাঘে শীত যায়না।গ্রাম বাসীরা বলেন আবারতো নির্বাচন সামনেই।২০২১ শের দেরি আর নেই।বিধায়ক যেমন কথা রাখেন নি।আগামী নির্বাচনে আমরাও তৃণমূলকে একটি ভোটও দেবনা।আমরা গ্রাম বাসীরা একজোট হয়েই আসছে বিধান সভা নির্বাচনে ভোট দিব।

পূর্ব ভান্ডার গ্রামের গ্রামবাসী বিক্রম রায় বলেন শুধু বিধায়ক কেন এই এলাকার জেলা পরিষদ সদস্যকে বেশ কয়েকবার এই রাস্তাটা ভালো করবার জন্য তাকে অনুরোধ করা হয়েছে।

কিন্তূ তিনি আমাদের ভোটে জেতার পর একদিনের জন্য ও এই এলাকার মানুষজন কেমন আছেন তার কোন খোঁজ খবর নেয়নি পর্যন্ত।গ্রাম বাসী কমল সিংহ বলেন এই রাস্তা দিয়ে শুধু পূর্ব ভান্ডারের মানুষই যাতায়াত করে না।বেশ কয়েকটি গ্রামের যাবার একমাত্র রাস্তা এটি।পূর্ব ভান্ডার গ্রামের গৃহ বধূ রাজ কুমারী বর্মন বলেন বাবু ভোটের সময় সব বাবুরা আসেন। সব কাজ করে দেবেন বলেন।কিন্তূ ভোট হয়ে গেলেই বাবুদের আর দেখা পাওয়া যায়না।আমাদের সমস্যা আগেও যেমন ছিল এখনো ঐ ভাঙাচোরা রাস্তা দিয়ে আমাদের বাড়ির মেয়েরা স্কুলে যায়।এসব কেও দেখেনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *