October 26, 2024

কন্যাশ্রী দিবসে কালিয়াগঞ্জ ব্লকে কন্যাশ্রী পড়ুয়ারা শপথ নিল

1 min read

কন্যাশ্রী দিবসে কালিয়াগঞ্জ ব্লকে কন্যাশ্রী পড়ুয়ারা শপথ নিল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৪,আগস্ট:শুক্রবার ছিল রাজ্যে ৭তম কন্যাশ্রী দিবস।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক চত্বরে করোনা আবহে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।তিনি উপস্থিত কন্যাশ্রী পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন বাল্যবিবাহ রোধ ও নারীদের ক্ষমতায়নের লক্ষে এই প্রকল্পে ১৩থেকে ১৯ বছরের স্কুল ও কলেজ পড়ুয়াদের বার্ষিক অনুদান ও এক কালীন ২৫ হাজার টাকা রাজ্য সরকার থেকে অনুদান দিচ্ছে যাতে মেয়েরা স্বাবলম্বী হয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করে।

তাই তোমাদের কাছে আমার আবেদন সরকারের এই সুযোগ কাজে লাগিয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করো সবাই।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা বলেন বাল্য বিবাহ সমাজের অভিশাপ, তাই স্কুল পড়ুয়াদের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ তোমরা তোমাদের সচেতনতায় এই অভিশাপ থেকে তোমাদের মুক্ত হবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাল্য বিবাহ মুক্ত বাংলা তোমাদের গড়তে হবে।

আজকের প্রতিজ্ঞা তোমাদের এটাই হোক।ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই রাজ্যে বর্তমানে ৬৭লক্ষ কন্যাশ্রী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে শুধু তাই নয় আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ও হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হিরন্ময় সরকার(বাপ্পা)সহ অনেকেই।আজকে কন্যাশ্রীর একটি সুসজ্জিত ট্যাবলো কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলে পরিক্রমা করবার জন্য ব্লক থেকে যাত্রা করে গ্রামের স্কুল কলেজের পড়ুয়াদের সচেতন করবার উদ্দেশ্যে।বিদ্যালয়ের কন্যাশ্রী ছাত্রীরা পরিশেষে শপথ বাক্য পাঠ করে।শপথ বাক্য পাঠ করান ব্লকের আই ডি ও শুভজিৎ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *