October 26, 2024

অতিরিক্ত জেলাশাসকের চেম্বারে ঢুকে তাঁর উপরে অ্যাসিড হামলা করার চেষ্টার অভিযোগ উঠল এক মহিলা গ্রাম পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে

1 min read

অতিরিক্ত জেলাশাসকের চেম্বারে ঢুকে তাঁর উপরে অ্যাসিড হামলা করার চেষ্টার অভিযোগ উঠল এক মহিলা গ্রাম পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে

মালদাঃ অতিরিক্ত জেলাশাসকের চেম্বারে ঢুকে তাঁর উপরে অ্যাসিড হামলা করার চেষ্টার অভিযোগ উঠল এক মহিলা গ্রাম পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনায় জেলা প্রশাসনিক মহলে রীতিমতো সাড়া পড়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই মহিলা পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা বিবেচনা করছে প্রশাসন।অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বিকাশ সাহা বলেন, আমি চেম্বারে বসে কাজ করছিলাম। আচমকাই মিতা মুখারজী নামের বাঙিটোলা গ্রাম পঞ্চায়েতের ওই কর্মী আমার চেম্বারে ঢুকে পড়ার চেষ্টা করেন। জেলা পরিষদের কর্মীরা তাঁকে বাধা দিলেও ওই মহিলা কোনওক্রমে আমার চেম্বারে ঢুকে পড়েন। তাঁর ব্যাগে দুইটি অ্যাসিডের শিশি ছিল। একটি শিশি তিনি আমার দিকে ছুঁড়ে মারার চেষ্টা করেন। কোনও মতে আমি নিজেকে বাঁচাতে পেরেছি।অতিরিক্ত জেলাশাসক বলেন, ওই মহিলা পঞ্চায়েত কর্মী বেশ কিছুদিন থেকে আমার কাছে এসে তাঁকে সাহাপুর পঞ্চায়েতে বদলি করে দেবার কথা বলছিলেন। আমি তাঁকে জানিয়ে দিই, পঞ্চায়েত বিষয়ক দফতরটি আমি দেখি না। উনি চলেও যান। তারপরে আচমকাই এদিন অ্যাসিড হামলার চেষ্টা চালিয়েছেন। হতে পারে উনি ঘটনার গুরুত্ব না বুঝেই এই কাজ করেছেন। আমি আমার প্রশাসনিক সহকর্মীদের পুরো বিষয়টি জানিয়েছি।বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি জেলাশাসক রাজর্ষি মিত্র। তিনি বলেন, পুরো বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তর থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই মহিলার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া ছাড়াও পুলিশের কাছেও অভিযোগ জানানো হতে পারে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *