October 26, 2024

বিশেষ চাহিদা সম্পন্ন বানারহাটের ম্যাক বিশ্বাস উচ্চ মাধ্যমিকে শতকরা ৪২,২%নম্বর পেয়ে উত্তীর্ণ

1 min read

বিশেষ চাহিদা সম্পন্ন বানারহাটের ম্যাক বিশ্বাস উচ্চ মাধ্যমিকে শতকরা ৪২,২%নম্বর পেয়ে উত্তীর্ণ

আশীষ ভট্টাচার্য-ধুপগুড়ি– জলপাইগুড়ি জেলার ধূপগুড়ী ব্লকের বানার হাট উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন ম্যাক বিশ্বাস শারীরিক ভাবে অক্ষম হয়েও সর্ব মোট (৪২-২%)নাম্বার পেয়ে পাশ করেছে।

 

ম্যাক, বাংলায় ৪১ ইংরেজী তে ৪৫ ইতিহাসে ৪০ -রাষ্ট্র বিজ্ঞানে ৪০ – শিক্ষাতত্ত্বে ৪৫ -সর্ব মোট ২১১নম্বর সংগ্রহ করতে সমর্থ হয় বলে জানা যায়। শতাংশের বিচারে ম্যাক বিশ্বাস ৪২-২%পেয়েছে। ম্যাক বিশ্বাস হুইল চেয়ারে যাতায়াত করে পড়াশোনা করেছে। সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাইটার না নিয়ে নিজে পরীক্ষা দিয়েছে। কাউন্সল নির্ধারিত অতিরিক্ত সময় সে পেয়েছে।

জানা যায়ম্যাক বিশ্বাসের মা মিনতি বিশ্বাস যে ভাবে কঠিন সংগ্রাম করে প্রতিনিয়ত লড়াই করে তার ছেলেকে পড়িয়েছেন তা এক কথায় অতুলনীয়। বাবা মিন্টু বিশ্বাস এক জন রেলওয়ে কর্মী। বানার হাট রেলওয়ে কোয়াটারে থাকেন।বানারহাট বাসী ম্যাক বিশ্বাসকে তার অদম্য ইচ্ছা শক্তির সাথে তার মা মিনতি বিশ্বাসের অসাধারন আত্ম বিশ্বাসের তারিফ করেছে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *