October 26, 2024

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের চার ছাত্র ছাত্রী ভালো ফল করলো

1 min read

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের চার ছাত্র ছাত্রী ভালো ফল করলো

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)১৯জুলাই:এবারের২০২০সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল গত শুক্রবার প্রকাশ হয়।উচ্চমাধ্যমিক ফল প্রকাশের পর দেখা যায় এবার কালিয়াগঞ্জ শহরের তুলনায় কালিয়াগঞ্জ গ্রামের বিদ্যালয় রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজরকারা ফল করেছে।সম্ভাব্য মেধা তালিকায় তরঙ্গপুর নন্দকুমার বিদ্যালয়ের মীরা দেবশর্মা ৪৯৭পেয়ে তৃতীয় স্থান এবং বরুনা প্রাণ প্রিয় বিদ্যাপীঠের ছাত্রী গৌতমি পাহান ৪৯৪ পেয়ে মেধা তালিকায় সম্ভাব্য ষষ্ঠ স্থান পেয়েছে।কিন্তূ কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মেধা তালিকায় কোন স্থান না পেলেও তারাও কোন অংশে ফল খারাপ করেনি এটা নিশ্চিত ভাবেই বলা যায়।কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সঞ্চারি বসাক কলা বিভাগে ৪৯২ নম্বর পেয়েছে যা খুব একটা সহজ ব্যাপার নয়।

   সঞ্চারী বসাক

পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের অপর ছাত্রী পুষ্পিতা কুন্ডু কলা বিভাগে ,৪৯০ নম্বর পেয়েছে।এরা বিদ্যালয়ের সুনাম অবশ্যই অক্ষুন্ন রেখেছে।কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী চিত্রা সরকার বিজ্ঞান বিভাগে ৪৮৮ নম্বর এবং

পুষ্পিতা কুন্ডু

একই বিদ্যালয়ের ছাত্র অভিষেক কুন্ডু বিজ্ঞান বিভাগে ৪৮২নম্বর পেয়েছে।গরের পাল্লায় পড়ে যা হবার তাই হয়েছে।তা ছাড়া এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র ছাত্রীদের ভাগ্য অনেকটাই লটারি নির্ভরশীল হয়ে যাবার ফলে কার ভাগ্য কতটা সুপ্রসন্ন হয়েছে তা কেও বলতে পারবেনা।

 চিত্রা সরকার

এই এভারেজ সিস্টেমের নম্বর দেবার ফলে যোগ্যতার কোন যাচাই করা সম্ভব হয়নি বলেই অনেক শিক্ষানুরাগী বক্তিগন মন্তব্য করেছেন।আর জন্য মন খারাপ বা দুঃখের কিছুই নেই।কারন গোটা রাজ্যের ছাত্র সমাজের উপর দিয়েই এই করোনা ঝড়ের প্রভাব পরোক্ষ ভাবে পড়েছে।

   অভিষেক কুন্ডু

কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা এক সাক্ষাৎকারে বলেন তিনি তার বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ফলাফলে যথেষ্টই খুশি হয়েছেন।আমার বিদ্যালয়ের এই সব সোনার টুকরো ছেলে মেয়েরা ভবিষ্যতে অনেক বড় জায়গায় তাদের নিজ যোগ্যতার ভিত্তিতে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।ওদের সবার প্রতি রইল আমার অনেক অনেক আশীর্বাদ ও শুভেচ্ছা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *