October 26, 2024

আগামীকাল থেকে কালিয়াগঞ্জ শহরে লকডাউন। চলবে সাত দিন

1 min read

আগামীকাল থেকে কালিয়াগঞ্জ শহরে লকডাউন। চলবে সাত দিন

পিয়া গুপ্তা চক্রবর্তী  আগামীকাল থেকে লকডাউন আবারো কালিয়াগঞ্জ শহরে জেলা প্রশাসনের নির্দেশ।। এমন নির্দেশ ইতিমধ্যে চলে এসেছে কালিয়াগঞ্জ পৌরসভা অফিসে জেলাশাসক দপ্তরের মারফতে। জানা যায় গত ক’দিন ধরে করোনা র প্রকোপ বৃদ্ধি পাওয়ার ফলে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল কালিয়াগঞ্জ বাসির সুরক্ষায় লকডাউন চেয়ে গতকাল একটি চিঠি পাঠিয়েছিলেন জেলা শাসকের কাছে। অবশেষে আজ জেলাশাসক পৌর প্রশাসকের চিঠির মান্যতা দিয়ে আগামীকাল থেকে সাত দিনব্যাপী কালিয়াগঞ্জে লকডাউন জারি করে দিল।

 

জানা যায় সকাল  আগামী কাল থেকে সকাল ৬ টা থেকে ১২ টা ওবদি স্বাভাবিক বাজার ঘাট খোলা থাকলেও বেলা বারোটার পর থেকে শহরের পাড়ার মুদিখানার দোকান, ওষুধের দোকান বাদ দিয়ে সমস্ত কিছুই বন্ধ থাকবে এমনই নির্দেশ প্রশাসনের। ইতিমধ্যে  এই নির্দেশকে কার্যকরী করতে পৌর প্রশাসনের পক্ষ থেকে শহরে আজ রাত থেকেই ব্যাপক প্রচার করা হবে এই লকডাউন কে সাফল্যমন্ডিত করার জন্য। কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল বলেন, এমন লকডাউন খুবই দরকার ছিল শহরে। কারণ শহরে যে হারে মানুষ অচেতন অবস্থায় এদিক-ওদিক অযথা ঘুরে বেড়াচ্ছে এবং যেভাবে মানুষ চলাফেরা করছে কোন সোশ্যাল ডিস্ট্যান্স না মেনে তাতে শহরের খুবই ভয়ের ব্যাপার। তাই সাধারণ মানুষের সুরক্ষায় তিনি লকডাউন চেয়ে চিঠি দিয়েছিলেন জেলাশাসক কে অবশেষে তার চিঠির মান্যতা দিল জেলাশাসক। পৌর প্রশাসক জানান আগামীকাল সকাল ৬ টা থেকে ১২ টা ওবদি স্বাভাবিকভাবে বিভিন্ন বাজার দোকানপাট খোলা থাকলেও। বেলা বারোটার পর থেকে সমস্ত কিছুই বন্ধ থাকবে। এরকম টানা ৭ দিন চলবে বলে তিনি জানান।

1 thought on “আগামীকাল থেকে কালিয়াগঞ্জ শহরে লকডাউন। চলবে সাত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *