October 26, 2024

উচ্চ মাধ্যমিকে কালিয়াগঞ্জের দুই সোনার মেয়ে রাজ্যে তৃতীয় ও ষষ্ঠ হওয়ায় তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে সম্বর্ধিত করা হল

1 min read

উচ্চ মাধ্যমিকে কালিয়াগঞ্জের দুই সোনার মেয়ে রাজ্যে তৃতীয় ও ষষ্ঠ হওয়ায় তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে সম্বর্ধিত করা হল

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)১৮জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে যে ঘটনা কোনদিন কেও শোনেনি বা দেখেনি সেই ঘটনা ঘটে যাওয়ায় গত দুইদিন থেকে সেই দুই বীরাঙ্গনাদের বাড়ীতে মানুষের পর মানুষ আর সম্বর্ধনার পর সম্বর্ধনার পালা চলছে।

গত কাল শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল বিকেলে প্রকাশ হতেই শোনা যায় সেই মিরাক্কেল ঘটনা।কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের হত দরিদ্র ঘরের ছাত্রী মুস্তাফানগর গ্রামের মীরা দেবশর্মা রাজ্যের মধ্যে ৪৯৭নম্বর পেয়ে মেধা তালিকায় তৃতীয় এবং প্রত্যন্ত গ্রামের বরুনা প্রাণ প্রিয় বিদ্যাপীঠের মুন্ডা সম্প্রদায়ের ছাত্রী গৌতমি পাহান রাজ্যে ৪৯৪ পেয়ে ষষ্ঠ স্থান দখল করেছে।

কালিয়াগঞ্জ শহরের ছেলে মেয়েদের টেক্কা দিয়ে এত বড় ঘটনা এই প্রথম হওয়ায় স্বাভাবিক ভাবেই কি শহর কি গ্রাম সর্বত্র আনন্দের বন্যা গত কাল থেকে বইতে শুরু করে দিয়েছে।শনিবার দুপুরে কালিয়াগঞ্জের তৃণমূল মাধ্যমিক সমিতির পক্ষ থেকে দুই সোনার মেয়েদের সম্বর্ধনা দেওয়া হয়।সম্বর্ধনা দেন তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির শিক্ষক নেতা মঃ ইজাবুল হক,মোহন লাল সিংহ,নিয়ামাতুল্যা এবং চিন্ময় ঘোষ।সম্বর্ধনার উত্তরে মীরা দেবশর্মা এবং গৌতমি পাহান বলেন আমাদের অনেক দায়িত্ব বেড়ে গেল।আশীর্বাদ করুন আমরা আরো বড় সাফল্য যেন পেতে পারি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *