October 26, 2024

টানা 6 দিন বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ

1 min read

টানা 6 দিন বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ

পিয়া গুপ্তা চক্রবর্তী করোনা পরিস্থিতির মাঝেই দুসংবাদ উত্তরবঙ্গ বাসির জন্য ।6 দিন টানা বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। শনিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে।

চলবে বৃহস্পতিবার পর্যন্ত।আলিপুর আবহওয়া দপ্তর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ৭০ থেকে ২০০ মিলিমিটার এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা।রাজস্থানের আজমেড় থেকে ত্রিপুরা পর্যন্ত এখন মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। এই রেখা ক্রমশ উত্তরে সরছে।

ফলে বঙ্গোপসাগর সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বায়ুমন্ডলে। এর জের বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।এদিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদে। ভারী বৃষ্টি হতে পারে নদিয়াতেও। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *