October 26, 2024

রায়গঞ্জে ৩০ টি গোখরোর বাচ্চা ও ২৫টি ডিম সহ প্রায় সাড়ে পাঁচ ফুটের গোখরো উদ্ধার

1 min read

রায়গঞ্জে ৩০ টি গোখরোর বাচ্চা ও ২৫টি ডিম সহ প্রায় সাড়ে পাঁচ ফুটের গোখরো উদ্ধার

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)১৭জুলাই: রায়গঞ্জ ব্লকের অন্তর্গত ১২ নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে সুব্রত সূত্রধর এর বাড়ি থেকে উদ্ধার হল সাড়ে ৫ ফুট দৈর্ঘ্যের একটি গোখরো সহ বেশকিছু সাপের বাচ্চা এবং ডিম। সুব্রত বাবুর শোবার ঘরে একটি গোখরো বাসা বেঁধেছিল। শুক্রবার দুপুরে প্রথমে সুব্রত বাবুর স্ত্রী পল্লবী সূত্রধর ঘরের মধ্যে দুটি সাপের বাচ্চাকে ঘোরাফেরা করতে দেখে চিৎকার করে বেরিয়ে আসেন। সুব্রত বাবু গিয়ে আরো একটি সাপ দেখতে পান।

তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর সাপগুলো উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালসের অফিসে। খবর পেয়ে PFA এর সদস্য ভাস্কর নাগ এবং ঋজু শীল সেখানে গিয়ে একটি ইঁদুরের গর্ত দেখতে পায়। সেই গর্ত খুর্তেই বেরিয়ে আসে একের পর এক গোখরো সাপের বাচ্চা ও বেশ কিছু ডিম। দুই ঘণ্টার চেষ্টায় তারা ৩০টি গোখরো সাপের বাচ্চা, ২৫ টি ডিম সহ প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি বড় গোখরো সাপ উদ্ধার করে নিয়ে আসে। সবগুলো সাপকেই বনদপ্তর এর সাহায্যে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ” করোনা মহামারীর বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমাদের সদস্যরা কাজ করে চলেছে ,যদিও আমরা সিদ্ধান্ত নিয়েছি দুই সপ্তাহের জন্য আমাদের সমস্ত রকম কাজ বন্ধ রাখবো। কিন্তু মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য জরুরী কিছু পরিসেবা আমাদের সংগঠন দেওয়ার চেষ্টা করবে। আমরা চাই বন দপ্তর ও জেলা প্রশাসন আমাদের পর্যাপ্ত নিরাপত্তা এবং পি পি ই কিটের ব্যবস্থা করুক ।আমরা আবেদন করেও এগুলো পাইনি বলেন – গৌতম তান্তিয়া সংস্থার সম্পাফক সম্পাদক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *