October 26, 2024

স্লুইস গেট অকেজো ,চার হাজার একর জমির ফসল নষ্ট ,বিজেপি প্রধানের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকার কৃষক

1 min read

স্লুইস গেট অকেজো ,চার হাজার একর জমির ফসল নষ্ট ,বিজেপি প্রধানের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকার কৃষক

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর),১৬ জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৯নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের মাঝিহার গ্রামে তুলসী নদীর উপরের স্লুইস গেট দীর্ঘ দিন থেকে অকেজো হয়ে পড়ে থাকায় নদীর জল জমি থেকে বের না হবার কারনে চার হাজার একর জমির ফসল নষ্ট হবার উপক্রম।

জেলার ইরিগেশন ও সেচ দপ্তর দীর্ঘ দিনের অকেজো স্লুইস গেটটি বার বার বলা স্বত্বেও সচল করার কোন উদ্যোগ না নেওয়ায় মাঝিহার ও কাহিল গ্রামের চাষীদের এই বিপত্তি ঘটে।ফলে এলাকার চাষিরা রাজ্য সরকারের সেচ ও ইরিগেশন দপ্তরের উপর প্রচন্ড ক্ষুব্ধ বলে জানা যায়।এখানেই থেমে না থেকে এলাকার কৃষকরা বিজেপির অকর্মণ্য প্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।মাঝিহারের গ্রাম বাসীরা ফসল নষ্ট হয়ে যাবার আতঙ্কে বাধ্য হয়ে কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহকে এই সমস্যার কথা জানায়।

গ্রামের চাষিদের কাছ থেকে অভিযোগ পাবার সাথে সাথে কালিয়াগঞ্জের বিধায়ক মাঝিহার গ্রামের তুলসী নদীর ওপর অকেজো স্লুইস গেটটি পরিদর্শন করেন।বিধায়ক তপন দেবসিংহ স্লুইস গেটটি পরিদর্শন করে গ্রাম বাসীদের প্রতিশ্রুতি দিয়ে বলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনার সাথে কথা বলে যত দ্রুত সম্ভব জমি থেকে জল বের করে দেবার ব্যবস্থ্য তিনি করবেন বলে চাষিদের আশ্বস্ত করেন।বরুনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন নির্বাচিত প্রতিনিধি দুলাল রায় বলেন এ বছর প্রচুর বৃষ্টি হবার ফলে মাঝিহারের পাশ দিয়ে যে তুলসী নদীটি গেছে তাতে প্রচুর পরিমানে জল বেড়েছে।জল বৃদ্ধি হবার ফলে বর্তমানে মাঝিহার ও কাহিল এলাকার আনুমানিক চার হাজার কৃষি জমিতে জল ঢুকে জমির ফসল নষ্ট হতে চলেছে।এই মুহূর্তে যে দমস্ত জমিতে আমন ধান বোনা হয়েছে তা বর্তমানে জলের তলায়।এবার প্রচুর বৃষ্টি হবার কারনেই এতদিন পর্যন্ত জমিতে জল জমে আছে।জল বের হবার জন্য যে স্লুইস গেট বানানো হয়েছিল তা অকেজো হয়ে পড়ে থাকার কারণেই আমাদের এবার কৃষি কাজ বিপর্যয়ের মুখে। বহুদিন ধরে খারাপ হয়ে থাকা স্লুইস গেটটি সচল করা হলেই জমা জল বেরিয়ে গেলে চাষবাস কিছুটা হলেও করা যেতে পারে বলে তিনি মনে করেন।দুলালবাবু বলেন বরুনা গ্রাম পঞ্চায়েত প্রধান রীনা দেবশর্মা যদি অকেজো স্লুইস গেট সংস্কারের ব্যাপারে প্রসাশনের সাথে যোগাযোগ করতেন তাহলে কৃষকদের এই সর্বনাশ টা হতোনা।তিনি তার দায়িত্ব পালন করেন নি বলে দুলাল রায় ক্ষোভ প্রকাশ করেন।বরুনা গ্রাম পঞ্চায়েত প্রধান রীনা দেবশর্মাকে মাঝিহার-কাহিল গ্রামের তুলসী নদীর উপর অকেজো স্লুইস গেট দীর্ঘ দিন থেকে অকেজো হয়ে থাকলেও তা ঠিক করা হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন সেচ দপ্তরকে কয়েকবার জানানো হয়েছে কিন্তূ কোন উদ্যোগ তারা নেয়নি।চাষিদের জমিতে প্রচুর জল জমে চাষের কাজ ব্যাহত হচ্ছে।চেস্টা করছি জেলা প্রশাসনের সাথে কথা বলে স্লুইস গেট ঠিক করে দ্রুত জমি থেকে জল বের করে দেবার।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *