October 25, 2024

রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের দুই কৃতি ছাত্র ছাত্রীকৌস্তভ দাস ও দেবাঙ্গী ঘোষ এবারের আই সি এস ই বোর্ড পরীক্ষায় অসাধারন সাফল্য পেল–

1 min read

রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের দুই কৃতি ছাত্র ছাত্রীকৌস্তভ দাস ও দেবাঙ্গী ঘোষ এবারের আই সি এস ই বোর্ড পরীক্ষায় অসাধারন সাফল্য পেল

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর),১৬জুলাই:২০১৯-২০ সালের দিল্লী আই সি এস ই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুলের দুই ছাত্র ছাত্রী যথাক্রমে কৌস্তভ দাস এবং দেবাঙ্গী ঘোষ অসাধারন সাফল্য পাওয়ায় খুশির

আনন্দে মাতোয়ারা দুই ছাত্র ছাত্রীর পরিবারের সাথে সেন্ট জেভিয়ার্স স্কুলের শিক্ষক শিক্ষিকা ও সাধারণ শিক্ষানুরাগীগন।খবর নিয়ে জানা যায় কৌস্তভ দাস ৫০০ নম্বরের মধ্যে ৪৯১নম্বর পেয়েছে।যার শতকরা হারের ৯৮-২ শতাংশ।খবর নিয়ে জানা যায় কৌস্তভ ইংরেজী তে-৯৩,অঙ্ক-৯৯,বিজ্ঞানে-৯৯,সোশ্যাল সায়েন্সে-১০০এবং কম্পিউটার সায়েন্সে-১০০ নম্বর পেয়ে সবাইকে অবাক করে দিয়ে উত্তর দিনাজপুর জেলার মধ্যে প্রথম স্থান দখল করতে সক্ষম হয়েছে বলে জানা যায়।

জানা যায় কৌস্তভের বাবা অমিতাভ দাস রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা যেমন করেন তেমনি কৌস্তভের মা কবিতা দাস তিনিও রায়গঞ্জ গার্লস হাই স্কুলের শিক্ষিকা।পুত্রের সাফল্যে জন্য তারা অবশ্যই গর্বিত।অপর দিকে সেন্ট জেভিয়ার্সের ছাত্রী দেবাঙ্গী ঘোষ এবারের আই সি এস ই দিল্লী বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় উত্তর দিনাজপুর জেলার মধ্যে দ্বিতীয় স্থান দখল করায় সবাই তাকে অভিনন্দন জানিয়েছে।দেবাঙ্গী মোট ৫০০নম্বরের পরীক্ষার মধ্যে দেবাঙ্গী ৪৮৯ নম্বর সংগ্রহ করতে সমর্থ হয়।যার শতকরা হার ৯৭.৮ শতাংশ।খবর নিয়ে জানা যায় দেবাঙ্গী ইংরেজীতে-৯০, অঙ্কতে-৯৯,বিজ্ঞানে-১০০, সোস্যাল সায়েন্সে-১০০ এবং কম্পিউটার সায়েন্সে-১০০ পেয়েছে বলে জানালেন দেবাঙ্গীর বাবা রাম চন্দ্র ঘোষ। দেবাঙ্গীর বাবা একজন দক্ষ পুলিশ আধিকারিক।দেবাঙ্গীর মা গার্গী ঘোষগুপ্ত কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন।দেবাঙ্গীর বাবা রাম চন্দ্র ঘোষ এবং মা গার্গী দেবী বলেন পুত্র কন্যার সাফল্য সব বাবা মায়েদের কাছে আনন্দের ও গর্বের অবশ্যই।আমরা দুজনেই তাই মেয়ের সাফল্যে অবশ্যই গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *