January 13, 2025

আপার প্রাইমারি বিদ্যালয়ে দ্রুত নিয়োগের দাবিতে বিধায়কের নিকট ডেপুটেশন

1 min read

আপার প্রাইমারি বিদ্যালয়ে দ্রুত নিয়োগের দাবিতে বিধায়কের নিকট ডেপুটেশন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর),২৯ জুন:মেরিট লিস্টে নাম প্রকাশের পরেও রাজ্যের শিক্ষা দপ্তর থেকে নিয়োগ পত্র না পাওয়ায় সোমবার চাকুরী প্রাথীরা ডেপুটেশন দিলেন স্থানীয় বিধায়কের কাছে।সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পাইওনিয়ার এগ্রো সোশাল ওয়েলফেয়ার সমিতিতে বেলা ১২টায় কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহের হাতে স্মারক লিপি তুলে দেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরী

 

প্রার্থী মঞ্চের উত্তর দিনাজপুর জেলা ইউনিটের সম্পাদক মহম্মদ রাফি সহ প্রায় চল্লিশ জন চাকুরী প্রার্থী।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ বলেন রাজ্যের বিরোধী শিবির থেকে উচ্চ আদালতে সরকারের প্রকাশিত প্যানেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার কারনে রাজ্যের শিক্ষা দপ্তর চাকুরী প্রাথীদের নিয়োগ পত্র ছাড়তে পারছেনা।তবে আগামী জুলাই মাসের মধ্যে এর একটা বিহিত হবে বলেই তিনি ডেপুটটিশনকারীদের উদ্দেশ্য জানান। জানা যায় রাজ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ২০১৪ সালে।২০১৫ সালে লিখিত পরীক্ষা হয়।২০১৬ তে ফল প্রকাশ হয়।২০১৭ সালে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এবং ২০১৯ সালে ইন্টারভিউ হয়ে প্ৰকৃত মেরিট লিস্ট প্রকাশ হয়। সংগঠনের ইউনিট সম্পাদক মহম্মদ রফি বলেন রাজ্যে আপার প্রাইমারি শিক্ষকদের নিয়োগ পত্র দেবার কথা।আমাদের মধ্যে অনেকেই মৃত্তুর পথে পা বাড়িয়ে চলে গেছে।আমরাই হতাশ হয়ে পড়েছি।সরকার অবিলম্বে আমাদের দিকে দৃষ্টি না দিলে আমরাও হতাশ হয়ে পড়েছি।জানা যায় চব্বিশ হাজার মেরিট লিস্টের প্রকাশিত চাকুরী প্রাথীদের তালিকা প্রস্তুত হয়ে থাকলেও তার কোন ব্যবস্থা সরকার থেকে নিচ্ছেনা।।কিন্তু দিনের পর দিন চলে গেলেও চাকুরী প্রার্থীরা নিয়োগ পত্র না পাবার কারনে হতাশ হয়ে পড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *