October 23, 2024

উত্তর প্রদেশের দেউরিয়ায় জাতীয় স্তরে স্কুল গেমসে খো-খো খেলার সুযোগ পেল কালিয়াগঞ্জের দুই মেয়ে রাখি ও সুনু-

1 min read

উত্তর প্রদেশের দেউরিয়ায় জাতীয় স্তরে স্কুল গেমসে খো-খো খেলার সুযোগ পেল কালিয়াগঞ্জের দুই মেয়ে রাখি ও সুনু

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর প্রদেশের দেউরিয়ায় অনুর্ধ ১৭ খো-খো জাতীয় স্তরে খেলতে রাজ্য দলে সুযোগ পেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবনের দুই ছাত্রী রাখী বর্মন এবং সুনু বর্মন।রাখী বর্মন লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যাভবনের একাদশ শ্রেণীর এবং সুনু একই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ পাল এক সাক্ষাৎকারে বলেন তিনি লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবনে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন সবে মাত্র।

 

রাখি বর্মন

এরমধ্যেই তার বিদ্যালয়ের দুই সোনার মেয়ে জাতীয় স্তরে খো-খো খেলবার জন্য রাজ্য দলে সুযোগ পেয়ে উত্তর প্রদেশের দেউরিয়ায় যাচ্ছে এই খবর পাওয়ায় আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে গর্ব বোধ করছি।রাখী ও সুনু অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে।ওদেরকে সবরকম সহ যোগীতা করা হবে বিদ্যালয়ের পক্ষ থেকে।

সুনু বর্মন

যাতে ওদের কোন রকম অসুবিধা না হয়।উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া কাউন্সিলের সচিব প্রবীর গুহ বলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবনের দুই ছাত্রী জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়ায় জেলা বিদ্যালয় ক্রীড়া কাউন্সিলের সচিব হিসেবে ভীষণ খুশি।আমাদের জেলার দুই লড়াকু খেলোয়াড় জাতীয় স্তরে জয়ী হয়ে আসবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।উত্তর দিনাজপুর জেলা খো -খো এসোসিয়েশনের সম্পাদক বরুণ দাস বলেন রাখী ও সুনু দুজনেই আমাদের জেলার শুধু গর্ব নয়,এরা আমাদের রাজ্যেরও গর্ব।জানা যায় ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস অনুর্ধ১৭ রাজ্য খো-খো দল আগামী ৩রা জানুয়ারি উত্তর প্রদেশের দেউরিয়াতে যাচ্ছে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য।কালিয়াগঞ্জের রাখী বর্মন ও সুনু বর্মন আগামী ২৮শে জানুয়ারী উত্তর প্রদেশের দেউরিয়ায় যাবার উদ্দেশ্য রওনা দিয়ে ২৯শে জানুয়ারি বেলা ১২টার মধ্যে হাবড়া ক্যাম্পে গিয়ে পৌঁছাবে বলে জানা যায়।প্রতিযোগিতা চলবে আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *