October 23, 2024

মালদা রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া ভূতনীবাসীর স্বপ্নের ব্রিজে এবার দুর্নীতির ছায়া

1 min read
বিশ্বজিত মন্ডল , মালদা :  রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া ভূতনীবাসীর স্বপ্নের ব্রিজে এবার দুর্নীতির ছায়া । আর তার জেরেই আতঙ্ক বাসা বাঁধতে শুরু করেছে ভূতনিবাসীদের  মনে । কাজের মান দেখে আতঙ্কিত ভূতনিবাসী।সঠিক কাজের দাবিতে সরব এলাকার বাসিন্দারা ।ঘটনায় এলাকাবাসী সেতু নির্মাণকারী সংস্থা সহ ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন।মালদা জেলার মানিকচক ব্লকের প্রত্যন্ত এলাকা ভূতনী।যার চারপাশে নদী।নদীর মাঝের দ্বীপের নাম ভূতনী।যেখানে তিনটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোয়েক লক্ষ মানুষের বসবাস।স্বাধীনতার পর ভূতনী বাসীর স্বপ্ন পাকা সেতুর।সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে রাজ্যে সরকারের গদিতে বসেই উদ্যোগ নেন মমতার সরকার।বরাদ্দ অর্থের পরই শুরু হয় কাজ।তারই মাঝে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব ভূতনিবাসী।ভূতনিতে বসবাসকারী কাংশেরঅভিযোগ,ব্রিজের কাজ চলার মাঝেই আমাদের নজরে আসে কাজের গাফিলতি রয়েছে।এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ধর্মরাজ মন্ডল অভিযোগ করে জানান,’ব্রিজের ১৯ এবং ২০ নম্বর পিলারের সংযোগকারী যে গার্ডার রয়েছে তাতে প্রয়োজন মাফিক  সামগ্রী ব্যবহার করা হচ্ছে না।তার ফলে সেই গার্ডারের অংশে সামগ্রী ঠিক না দেওয়ায় ফাক রয়েছে।কলকাতার উড়ালপুল ভেঙে পড়েছিলো তা আমরা দেখেছি।এই ব্রিজের কাজ দেখে তেমন আতঙ্ক এই এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে।তাই আমারা ভূতনিবাসী স্বপ্নের ব্রিজটা সঠিক ভাবেই চাই।ঘটনায় আমরা নির্মাণকারী সংস্থ ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছি”।এই ঘটনায় সেতু নির্মাণকারী সংস্থার কমার্শিয়াল ম্যানেজার অঙ্কুর সামন্ত জানান,”গ্রামবাসীদের এমন অভিযোগের কথা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি।বিষয়টি আমরা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।বুধবার গ্রামবাসীদের এমন অভিযোগ জানতে পেরে সেতু স্থলে পিডব্লু-ডি’র অধিকারীররা পরিদর্শন করেন।যদিও এমন অভিযোগের বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *