December 3, 2024

ইটাহারে শুরু হলো সংখ্যালঘু উন্নয়ন দফতরের কাজ।

1 min read

Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67


শঙ্কর গুপ্তা (বর্তমানের কথা) ঃ সংখ্যা লঘু উন্নয়ন দপ্তরের আথি’ক তহবিলের ও উওর দিনাজপুর জেলা পরিষদের সহযোগিতাই 19 লক্ষ টাকা ব্যাযে কবর স্থানের বাউন্ডারি ওয়াল সহ সুসজ্জিত গেট তৈরির কাজের সূচনা করা হল শুক্রবার ইটাহারে । এদিন ইটাহার থানার ছয় ঘোরা অঞ্চলের খিরকুরি গ্রামের কবর স্থানের বাউন্ডারি ওয়াল কাজের সূচনা সূচনা করেন এলাকার জেলা পরিষদের সদস্য মোষারফ হোসেন, ছিলেন পঞ্চায়েত প্রমিলা রায় দাসী, বিশিষ্ট ব্যক্তি আই নাল হক মজিবুর রহমান, ইমানুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন মোষারফ হোসেন বলেন এই এলাকার কবর স্থানের দীর্ঘদিন ধরেই খোলা মেলা ছিল, ফলে এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি ছিল, ফলে উদ্যোগ নিয়ে সংখ্যা লঘু উন্নয়ন দপ্তরের টাকা অনুমোদন করা হয়, ফলে আজকে কাজের সূচনা করা হল আনুষ্ঠানিক ভাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *