October 23, 2024

রাযগঞ্জ বিধান মঞ্চের জেলার বর্ধিত কার্য কারিনী সভায় রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রীর গলায় প্রত্যাশার সুর, আগামী বিধান সভায় এরাজ্যে বিজেপি ক্ষমতায়

1 min read

রাযগঞ্জ বিধান মঞ্চের জেলার বর্ধিত কার্য কারিনী সভায় রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রীর গলায় প্রত্যাশার সুর, আগামী বিধান সভায় এরাজ্যে বিজেপি ক্ষমতায়

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ জুলাই:বুধবার এই রাজ্যের চার বিধান সভা নির্বাচনের ভরা ডুবির পর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধান মঞ্চে জেলার বর্ধিত কার্য্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী,উত্তরবঙ্গ থেকে আগত পর্যবেক্ষক গোবিন্দ চন্দ্র মন্ডল,উত্তর দিনাজপুর জেলার বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ বিশিষ্ট জনেরা। রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী উত্তর দিনাজপুর জেলার বর্ধিত কার্য কারীনী বৈঠকে আগত বিভিন্ন স্তরের গেরুয়া সমর্থকদের উদ্দেশ্যে অত্যন্ত জোড় দিয়ে বলেন ভালো কাজের জন্য ভালো সময় প্রয়োজন।ভেঙে পড়বেন না কেউ আবার কেউ মচ কাবেননা। আমরা আসন বেশি পাইনি এটা ঠিক,কিন্তু ভোট আমাদের বেড়েছে।মানুষ এই রাজ্যে ভোট দেবার জন্য তৈরি কিন্তূ কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনী কৌশলে আমাদের ভুল ছিল।

 

হতেই পারে বামফ্রন্ট এই রাজ্যের ক্ষমতায় হঠাৎ করেই ক্ষমতা দখল করেনি।মানুষ এই রাজ্যে আমাদের বিশ্বাস একদিন করবেই যা খুবই নিকটে।আমাদের বুথে বুথে মহল্লায় মহল্লায় যে কাজ আমরা করতে পারিনি সেটা এখনকার কাজ এখনি করতে হবে। দেবশ্রী চৌধুরী বলেন আমিও এবার হেরেছি তবে ভোটার দের ভোটে নয় অজস্র তৃণমূলের সমাজ বিরোধীদের ভোটের মধ্যে দিয়ে।খেলায় হার জিৎ রয়েছে।সে যে ভাবেই জয়ী হোক।তিনি বলেন সময় আছে মানুষও আবার ভাবা শুরু করে দিয়েছে।তাই এগিয়ে চলতে হবে।আগামীতে এই রাজ্যের ক্ষমতা দখল করে এই রাজ্যটাকে আমাদের বাঁচাতেই হবে। বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার বলেন আমাদের রেজাল্ট সেই অর্থে খারাপ কিছু হয়নি।লোকসভা ভোটে রায়গঞ্জ আমাদের সাংসদ দিয়েছে।আবার বিধান সভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী কিভাবে জয়ী হয়েছে সেটা সবারই জানা।সুতরাং খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে মাঠে এখনি নামতে হবে বলে বাসুদেব সরকার বলেন। উত্তরবঙ্গ থেকে আগত বিজেপির উত্তরবঙ্গের বিজেপির পর্যবেক্ষক গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন এই রাজ্যের সর্বনাশ আর কিছুটা বাকি আছে।তাই সেই ইচ্ছা রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো দুজনেই আর কয়েক মাসের মধ্যেই তাদের লক্ষ্যমাত্রা পুরন করবেন।তাই আমাদের কাজ করে যেতে হবে।ক্ষমতা দখল ই শেষ কথা নয়।উত্তর দিনাজপুর জেলার ফলাফল শুধু যে ভালো তা নয় গোটা উত্তরবঙ্গের বিজেপির ফলাফল ভালো।তাই আমাদের সবার ঝাপিয়ে পরতেই হবে।ভেঙে পড়ার মত কিছু ঘটেনি।জেলার বর্ধিত কার্যকারিনি বৈঠকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বুথের মণ্ডল সভাপতিরা বিভিন্ন প্রশ্নের উত্তর পাবার জন্য যেমন দেবশ্রী চৌধুরীকে প্রশ্ন করেন তেমনি বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক গোবিন্দ চন্দ্র মন্ডলকেও নানান ধরনের প্রশ্ন করলে এক সময় রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী কিছুটা উত্তেজিত হয়ে পড়েন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *